For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজি জিতলেন বাজিগর! কিন্তু কেন জানেন প্রত্যেক শুক্রবার এনসিবি অফিস যেতে হবে শাহরুখ-পুত্রকে?

দীর্ঘ আইনি লড়াই! বাজি জিতলেন বাজিগর। অবশেষে জামিন পেলেন আরিয়ান খান। দীর্ঘ ২২ দিন মুম্বইয়ের আর্থার রোডের জেলই ছিল সুপারস্টার শাহরুখ-পুত্রের ঠিকানা। তবে বোম্ব হাইকোর্টের রায়ে মন্নতে ফিরবেন আরিয়ান। তবে আজ বৃহস্পতিবার ছাড়া প

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ আইনি লড়াই! বাজি জিতলেন বাজিগর। অবশেষে জামিন পেলেন আরিয়ান খান। দীর্ঘ ২২ দিন মুম্বইয়ের আর্থার রোডের জেলই ছিল সুপারস্টার শাহরুখ-পুত্রের ঠিকানা। তবে বোম্ব হাইকোর্টের রায়ে মন্নতে ফিরবেন আরিয়ান। তবে আজ বৃহস্পতিবার ছাড়া পাচ্ছেন না তিনি।

তবে এদিনের দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত আরিয়ানের জামিন মনুর করলেও একাধিক শর্ত দিয়েছে। জেলমুক্তি হলেও বাইরে থেকে এই সমস্ত শর্ত মানতে হবে শাহরুখ-পুত্রকে।

কি কি শর্ত মানতে হবে আরিয়ানকে?

কি কি শর্ত মানতে হবে আরিয়ানকে?

জামিন মঞ্জুর হলেও এনসিবি'র খাতায়-কলমে অভিযুক্ত এখনও আরিয়ান খান (Aryan Khan)। ফলে শাহরুখ-পুত্র কখনই দায় এড়িয়ে যেতে পারে না। আর সেই কারনে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে আদালতের তরফে।

আরিয়ানের পাসপোর্ট স্পেশাল কোর্টের কাছে জমা রাখতে হবে। এমনটাই নির্দেশিকাতে জানানো হয়েছে।

সাক্ষীকে কখনই প্রভাবিত করতে পারবে না আরিয়ান। এমনকি প্রমাণ লোপাটের চেষ্টা করা যাবে না।

অভিযুক্ত শাহরুখ পুত্রকে প্রত্যেক শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টোর মধ্যে মুম্বইতে এনসিবি অফিসে হাজিরা দিতে হবে।

আরিয়ান এই মুহূর্তে দেশ ছাড়তে পারবে না।

অভিযুক্ত এই মুহূর্তে অন্যান্য অভিউক্তদের সঙ্গে এই মুহূর্তে কোনও ভাবেই যোগাযোগ রাখতে পারবে না।

জামিন দেওয়ার সময় আদালত কি বলেছে?

জামিন দেওয়ার সময় আদালত কি বলেছে?

শুধু আরিয়ান খান নয়, মুম্বই ড্রাগ মামলাতে গ্রেফতার মুনমুন ও আরবাজকেও এদিন জামিন দেন আদালত। এদিন বিচারপতি তাঁর পর্যবেক্ষণে জানান, তিনজনেরই জামিনের আবেদন মেনে নেওয়া হচ্ছে। তবে আগামীকাল শুক্রবার সন্ধ্যার মধ্যে পুরো বিস্তারিত অর্ডার চলে আসবে। অন্তত গান্ধী জয়ন্তীর দিন মাদক নিয়ে রঙি পার্টি না করলেই পারতেন।' এনসিবির তরফে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অনিল সিং এদিন আরিয়ান খানের জামিনের মামলায় এমনভাবেই বক্তব্য রেখেছেন। উল্লেখ্য, গত ২ রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সহ একাধিক জনকে আটক করে এনসিবি।

দীর্ঘ সওয়াল-জবাব

দীর্ঘ সওয়াল-জবাব

এদিকে মাদক সেবন নিয়ে এদিন এনসিবির তরফে বক্তব্য রাখতে গিয়ে আইনজীবী বলেন,'আরিয়ান মাদকের বিষয়ে জানতেন, আর তাঁদের দুজনে (আরবাজ ও আরিয়ান) এর জন্যই শুধু মাদক ছিল । ' এনসিবির তরপে সওয়াল করতে উঠে অনিল সিং বলেন, এটা জানা দরকার সেদিন মাদক কোথা থেকে পেয়েছিলেন আরিয়ান? ওই মাদক শুধু ব্যক্তিগত সেবনের জন্য ছিল না। তিনি জানিয়েছেন দুজনের হোয়াটস অ্যাপ চ্যাট এনসিবির কাছে রয়েছে। দীর্ঘ সওয়াল জবাব শেষে বোম্বে হাইকোর্ট ২৬ বছরের আরিয়ান খানকে শর্ত সাপেক্ষে জামিন মনুর করে।,

English summary
Aryan Khan has to go to NCB office every friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X