For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আস্থাভোটে জয় কেজরিওয়ালের, সিসোসিয়ার বাড়িতে CBI হানার পরেই গুজরাত নিয়ে ইঙ্গিত পূর্ণ ঘোষণা আপ সুপ্রিমোর

আস্থাভোটে জয় কেজরিওয়ালের, সিসোসিয়ার বাড়িতে CBI হানার পরেই গুজরাত নিয়ে ইঙ্গিত পূর্ণ ঘোষণা আপ সুপ্রিমোর

Google Oneindia Bengali News

কায়দা করতে পারল না বিজেপি। আস্থা ভোটে জয় অরবিন্দ কেজরিওয়ালের। কেজরিওয়ালের বিরুদ্ধ অনাস্থাপ্রকাশ করে একটি ভোটও পড়েনি। আস্থা ভোটে জয়ের পর বিজেপিকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বিজেপিকে নিশানা করে বলেছেন, মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানার পর গুজরাতে আপের ভোট ৪ শতাংশ বেড়েছে।

আস্থাভোটে জয় কেজরিওয়ালের

আস্থাভোটে জয় কেজরিওয়ালের

বিজেপির সব চাল বানচাল। বিহারের পর দিল্লিতেও বিরোধী শিবিরের পাল্টা চালে মাত খেল বিজেপি। বৃহস্পতিবার দিল্লি বিধানসভায় কেজরিওয়ালের আস্থাভোট ছিল। তাতে একজন বিধায়কও তাঁর বিরুদ্ধ অনাস্থা প্রকাশ করেননি। শেষে সব বিধায়কদের সমর্থন নিেয়ই শেষ পর্যন্ত আস্থাভোটে জয় হয়েছে কেজরিওয়ালে। বিধানসভায় প্রচণ্ড বিক্ষোভ দেখাতে শুরু করেন। তিন বিজেপি বিধায়ককে মার্শাল প্রয়োগ করে বিধানসভা থেকে বাইরে বের করে দেওয়া হয়। তারপরেই বাকি বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন।

দিল্লি দখল অধরা

দিল্লি দখল অধরা

অবিজেপি রাজ্যগুলি দখলে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিজেপি। মহারাষ্ট্রে শিবসেনার অন্দরে ভাঙন ধরিয়ে সরকার গঠন করেছে বিজেপি। অন্য দিকে ঝাড়খণ্ডে িনর্বাচন কমিশনকে ব্যবহার করে মুখ্যমন্ত্রীকেই বিধানসভা থেকে বহিষ্কার করে দিয়েছেন। যার জেরে যাকে বলে টলমট অবস্থা ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের। শেষে জোট বিধায়কদের নিয়ে রায়পুরে রিসর্টে গিয়েছেন তিনি। বিহারে আর দিল্লিকে টার্গেট করে বসেছিল বিজেপি। বিহারে বিজেপির দাবার পাশা উল্টে দিয়ে আরজেডির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছেন নীতীশ। দিল্লিতেও চাল উল্টে গিয়েছে বিজেপির।

কেজরিওয়ালের বার্তা

কেজরিওয়ালের বার্তা

সামনেইগুজরাটের বিধানসভা ভোট। তার তোরদোর শুরু হয়ে হিয়েছে। পাঞ্জাব জয়ের পর এবার গুজরাচতে নজর দিয়েছেন কেজরিওয়াল। গুজরাতে সংগঠনকে শক্তিশালী করতে সেখানে একাধিক সভা করেছেন আপ সুপ্রিমো। বিজেপি গুজরাতে আপের ভোটকে ভয় পাচ্ছে বলে অভিযোগ করেছিলেন কেজরিওয়াল। ২০২৪-র লোকসভা ভোটে আপই হবে বিজেপির প্রধান বিরোধী এমনই দাবি করেছিলেন কেজরিওয়াল। এদিন আস্থা ভোটে জয়ের পর কেজরিওয়াল বলেছেন মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানার পর গুজরাতে বিজেপির ভোট আরও ৪ শতাংশ বেড়ে গিয়েছে।

মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা

মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা

গত কয়েকদিন ধরেই উত্তাল দিল্লি। উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে লাগাতার সিবিআই হানা। তঁার বিরুদ্ধে আবগারী নীতি বদল করে দেদার ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশেই সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা। এদিকে মণীশ সিসোদিয়া দাবি করেন, তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ৪০ কোটি টাকা দিতে চেয়েছিল বিজেপি। এমনকী আপকে ভাঙতে পারলে তাঁকে মুখ্যমন্ত্রী করে দেওয়ার টোপও দিয়েছিল বিজেপি।

গোপনীয়তা অধিকার ক্ষুন্ন হয়েছে, নীরা রাডিয়া টেপ কাণ্ডে ফের রতন টাটার অভিযোগের শুনানি সুপ্রিম কোর্টেগোপনীয়তা অধিকার ক্ষুন্ন হয়েছে, নীরা রাডিয়া টেপ কাণ্ডে ফের রতন টাটার অভিযোগের শুনানি সুপ্রিম কোর্টে

English summary
Arvind Kejriwal win Trust Vote in Delhi assembly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X