For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপরাজ্যপালের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি কেজরিওয়ালের, জল্পনা তুঙ্গে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ২২ ডিসেম্বর: সোমবার দুপুর সাড়ে বারোটায় দিল্লির উপরাজ্যপাল নাজিব জঙ্গের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন অরবিন্দ কেজরিওয়াল। তখনই দিল্লিতে সরকার গঠনের ছবিটা স্পষ্ট হয়ে যাবে বলে জল্পনা তুঙ্গে উঠেছে।

সরকার গঠন নিয়ে আমআদমি পার্টি এখন এসএমএস মারফত সাধারণ মানুষের মতামত চাইছে। একটি নির্দিষ্ট নম্বরে 'ইয়েস' অথবা 'নো' লিখে এসএমএস পাঠাতে হবে। কাল সকাল পর্যন্ত প্রাপ্ত এসএমএসগুলি যাচাই করে তার পর উপরাজ্যপালকে নিজেদের মতামত জানাবে আমআদমি পার্টি। যদিও দলের তরফে কিছুদিন আগেই ইঙ্গিত মিলেছিল যে, কংগ্রেসের নিঃশর্ত সমর্থন নিয়ে সরকার গড়তে তাদের আপত্তি নেই। অরবিন্দ কেজরিওয়াল নিজে এই ভাবনাকে প্রথমে সমর্থন না করলেও পরে অন্যান্য নেতৃবৃন্দ, যেমন যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণদের পরামর্শে রাজি হন। এ ব্যাপারে মানুষের মতামত যাচাই করতে এসএমএস চেয়ে পাঠান।

আমআদমি পার্টি যে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়তে পারে, তার ইঙ্গিত রবিবার পাওয়া যায় অরবিন্দ কেজরিওয়ালের কথায়। তিনি বলেছেন, "আমাদের ইস্তাহারে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, তা পালন করব। অনেক আলোচনা, ভাবনাচিন্তার পর ইস্তাহার তৈরি হয়েছিল। দিল্লির মানুষ আমাদের থেকে অনেক কিছু প্রত্যাশা করেন। আমরা সেই প্রত্যাশা রাখব। এখন মানুষের এসএমএস দেখছি। সোমবার সকালে চূড়ান্ত ঘোষণা করব। আগে ভোট দিয়ে জনতার কাজ শেষ হয়ে যেত। এখন ভোটের পরও আমরা তাঁদের কাছে ফিরে যাচ্ছি এবং তাঁদের মনে হচ্ছে তাঁরাই আসল ক্ষমতার অধিকারী। এটাই প্রকৃত গণতন্ত্র।"

প্রসঙ্গত, ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভায় নিরঙ্কুশ গরিষ্ঠতা পেতে গেলে দরকার ৩৬টি আসন। সেখানে বিজেপি পেয়েছে ৩১টি আসন। তারা অনেক আগেই জানিয়ে দিয়েছে, সরকার গড়বে না। ২৮টি আসন পেয়ে এখন তাই সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছে আমআদমি পার্টি। কংগ্রেসের আটজন বিধায়ক বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে।

English summary
Arvind Kerjriwal to meet Najib Jung, expectations are high
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X