For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০ : আজ মনোনয়ন জমা দেবেন অরবিন্দ কেজরিওয়াল

Google Oneindia Bengali News

দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল সোমবার দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াই করার জন্যে মনোনয়ন পত্র জমা দেবেন। এই কথা রবিবার সন্ধ্যায় টুইট করে নিজেই জানিয়েছিলেন। কেজরিওয়াল একটি টুইট পোস্ট করে লেখেন, আমি সোমবার আমার মনোনয়ন জমা দেব এবং লোকেরা আমাকে আশীর্বাদ করতে আসলে খুব ভালো লাগবে।

আজ মনোনয়ন জমা দেবেন অরবিন্দ কেজরিওয়াল

মনোনয়ন দাখিলের আগে, দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির ঐতিহাসিক বাল্মীকি মন্দিরে গিয়ে ভগবান বাল্মীকির আশীর্বাদ প্রার্থনা করবেন এবং তারপরে তিনি একটি রোডশো রাখবেন। মূলত মনোনয়ন জমার পাশাপাশি আম আদমি পার্টির শক্তি প্রদর্শন করার লক্ষ্যেই এই মনোনয়নের রোড শো।

এক বিবৃতিতে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের রোডশোটি পঞ্চকুইয়ান মার্গ হয়ে ইনার সার্কেল হয়ে কনাট প্লেসে যাবে এবং তারপরে আউটার সার্কেলের দিকে বাবা খড়াক সিং মার্গের দিকে যাবে। প্যাটেল চৌক মেট্রো স্টেশনের কাছে রোডশোটি শেষ হবে। কেজরিওয়াল জামনগর হাউজে এসডিএম কার্যালয়ে মনোনয়ন জমা দেবেন।

এদিকে রবিবার ঘোষিত হয়েছে আম আদমি পার্টির 'গ্যারান্টি কার্ড'। যা দলের ইস্তেহারের ছোট সংস্করণ বলে মনে করা হচ্ছে। আম আদমি পার্টির তরফে ইতিমধ্যেই ভোট-অঙ্গনের পারদ চড়িয়ে স্লোগান তোলা হয়েছে,' আচ্ছে বিতে পাঁচ সাল, লগে রহো কেজরিওয়াল'।

কেজরিওয়ালের গ্যারান্টি কার্ডে বলা হয়েছে, স্কুলের ফি কে নিয়ন্ত্রণ করতে থাকবে কেজরিওয়াল সরকার। রয়েছে দিল্লিতে ২৪ ঘণ্টা বিনামূল্যে জল আর বিদ্যুৎ পরিবহণের প্রতিশ্রুতি। সবচেয়ে কম দামে পরিবহন পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেজরিওয়াল। দিল্লির বায়ু দূষণ রোধ নিয়ন্ত্রণের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মহিলাদের জন্য বিনামূল্যের বাস পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে 'গ্যারান্টি কার্ডে'। এছাড়াও রাজধানীকে আর্জবনা মুক্ত করার প্রতিশ্রুতিও রয়েছে কেজরিওয়ালের ১০ পয়েন্টের গ্যারান্টি কার্ডে। পরিষ্কার পানীয় জল সমস্ত দিল্লিবাসী পেতে চলেছেন বলেও গ্যারান্টি কার্ড বর্ণনা করছে।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন। তার পর ১১ তারিখ হবে ফল প্রকাশ। এর আগে নির্বাচন কমিশন ১৪ জানুয়ারি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করে মনোনয়ন জমার প্রক্রিয়া শুরু করে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জানুয়ারি। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ২২ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি।

English summary
Arvind Kejriwal to file nomination for delhi assembly elections 2020 on modnay
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X