For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জেএনইউ-র ঘটনায় দিল্লি পুলিসের পাশে দাঁড়ালেন কেজরিওয়াল, দায়ী করলেন কেন্দ্রকে

জেএনইউ-র ঘটনায় দিল্লি পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। প্রবল সমালোচনার মুখে পড়েছে দিল্লি পুলিস।

Google Oneindia Bengali News

জেএনইউ-র ঘটনায় দিল্লি পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। প্রবল সমালোচনার মুখে পড়েছে দিল্লি পুলিস। এই পরিস্থিতিতে দিল্লি পুলিসের পােশ দাঁড়িয়ে এই ঘটনার জন্য কেন্দ্রকে দায়ী করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জেএনইউ-র ছাত্রদের উপর হামলা আটকানোর জন্য কোনও রকম নির্দেশ দিল্লি পুলিসকে দেওয়া হয়নি।

দিল্লি পুলিসের পাশে কেজরিওয়াল

দিল্লি পুলিসের পাশে কেজরিওয়াল

জেএনইউ-তে ছাত্রদের উপর হামলার সময় দিল্লি পুলিস কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ উঠেছে। এমনকী ঘটনার পরেই দিল্লি পুলিসের পক্ষ থেকে কোনও কড়া পদক্ষেপ করা হয়নি। এই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে দিল্লি পুলিস। এই পরিস্থিতিতে দিল্লি পুলিসের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি দাবি করেছেন কেন্দ্র পক্ষ থেকে জেএনইউর ঘটনায় পদক্ষেপ করার নির্দেশ েদওয়া হয়নি দিল্লি পুলিসকে। কেজরিওয়ালের দাবি, অর্ডার না মেনে তাঁরা জেএনইউ-র হিংসা বন্ধ করার চেষ্টা করলে সাসপেন্ড করা হত।

জেএনইউ-তে হামলা বহিরাগতদের

জেএনইউ-তে হামলা বহিরাগতদের

রবিবার রাতে প্রায় ২ ঘণ্টা ধরে জেএনইউ-তে তাণ্ডব চালিয়েছিল মুখ ঢাকা বহিরাগতরা। সিএএ বিরোধী আন্দোলনরত ছাত্র এবং শিক্ষকদের উপর লাঠি, লোহার রড, হকিস্টিক, ব্যাট নিয়ে হামলা চালায় বহিরাগতরা। জেএনইউ-র ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষকে বেধড়ক মারধর করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ঐশীর। তারপরেও দিল্লি পুলিসের পক্ষ থেকে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ।

প্রতিবাদে সরব সব মহল

প্রতিবাদে সরব সব মহল

জেএনইউ-র ছাত্রদের উপর এই হামলার ঘটনায় সরব হয়েছে সব মহল। বিজেপির ছাত্র সংগঠন এবিভিবি-র পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অবিজেপি দল গুলি জেএনইউ-র ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। এমনকী বলিউডের তারকারাও ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে।

English summary
Arvind Kejriwal support Delhi Police over JNU incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X