For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের গালে সপাটে চড়: 'বারবার আমিই কেন?' প্রশ্ন কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

ফের গালে সপাটে চড়: 'বারবার আমিই কেন?' প্রশ্ন কেজরিওয়ালের
নয়াদিল্লি, ৮ এপ্রিল : ফের রাজধানীতে আক্রান্ত আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। হরিয়ানা-দিল্লির পর আবারও পথসভায় বেরিয়ে দিল্লির সুলতানপুরী এলাকায় জনৈক অটোচালকের হাতে চড় খেলেন কেজরিওয়াল।

মঙ্গলবার আপের হেভিওয়েট প্রার্থী রাখি বিড়লার জন্য প্রচারে বিরেয়েছিলেন অরবিন্দ। অন্যদিনকার মতো হুড খোলা জিপেই রোড শো করে প্রচার সারছিলেন তিনি। এক ব্যক্তি ফুলের মালা হাতে এগিয়ে আসেন। সেই মালা কেজরিওয়ালের গলায় পরিয়ে দিয়ে সপাটে বাঁ গালে চড় কষিয়ে দেন। মারের জোর এত বেশি ছিল যে, তাঁর গাল রীতিমতো ফুলে গিয়েছে।

চড় মারার পরই আপের কর্মী-সমর্থকরা ধরে ফেলেন ওই ব্যক্তিকে। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়। পরে যদিও পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/GBzS23bc_ns?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

অসমর্থিত সূত্রের খবর, হামলাকারীর নাম লালি। পেশায় অটোচালক। দিল্লির আমন বিহার এলাকার বাসিন্দা তিনি। একগাদা প্রতিশ্র্রুতি দিয়েও কথা রাখেনি অরবিন্দ কেজরিওয়াল। সেই আক্রোশেই আজ কেজরিওয়ালকে চড় মারেন ওই ব্যক্তি। সূত্রের খবর অনুযায়ী, দিল্লি বিধানসভা নির্বাচনের সময় আম আদমি পার্চির হয়ে প্রচারে সক্রিয় অংশ নিয়েছিলেন এই ব্যক্তি।

শুক্রবার দিল্লির দক্ষিণপুরী এলাকায় রোড শো করার সময় এক ব্যক্তি তাঁকে সজোরে চড় মারেন। এদিন একই ঘটনার পর স্বভাবতই প্রশ্ন উঠছে কেজরিওয়ালের নিরাপত্তা নিয়ে। কেজরিওয়ালের পুলিশি নিরাপত্তা নেওয়া উচিত বলে মনে করছেন অধিকাংশই।

গত ২৮ মার্চ আবারও পুলিশি নিরাপত্তা নিতে অস্বীকার করেন কেজরিওয়াল। এর পরই হরিয়ানার চারখি দাদরি এলাকায় একইভাবে অন্য এক ব্যক্তিক আক্রোশের সিকার হন কেজরিওয়াল। এর আগে কেজরিওয়ালকে লক্ষ্য করে ডিম-কালি ছোঁড়া হয়। বারবার কেজরিওয়ালের উপর এভাবে হামলা হওয়ায় চিন্তিত প্রশাসন।

এই ঘটনায় বিস্মিত খোদ কেজরিওয়ালও। টুইট করে কেজরিওয়াল বলেন, আমি ভাবছি, বারবার কেন আমার উপর হামলা চালানো হচ্ছে। এর পিছনে আসল মাথা কার? তারা কী চায়? এটা করে ওরা কী পাচ্ছে? তিনি আরও বলেন, সত্যের পথ কঠিন। কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই হবে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>I am just thinking - why am i being repeatedly attacked? Who r the masterminds? What do they want? What do they achieve?</p>— Arvind Kejriwal (@ArvindKejriwal) <a href="https://twitter.com/ArvindKejriwal/statuses/453449272050999297">April 8, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Is violence an answer to country's problems? let them tell me place n time. I will come there. Let them beat me as much as they want......</p>— Arvind Kejriwal (@ArvindKejriwal) <a href="https://twitter.com/ArvindKejriwal/statuses/453450037029126144">April 8, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Sachai ki dagar badi kathin hai. Par last mein jeet to sachai ki hoti hai.</p>— Arvind Kejriwal (@ArvindKejriwal) <a href="https://twitter.com/ArvindKejriwal/statuses/453454598913544192">April 8, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
Why me? asks Arvind Kejriwal after getting slapped again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X