For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরিয়ানার পরে দিল্লিতে 'চড়' খেলেন কেজরিওয়াল

Google Oneindia Bengali News

হরিয়ানার পরে দিল্লিতে 'চড়' খেলেন কেজরিওয়াল
নয়াদিল্লি, ৪ এপ্রিল : শুধু ডিম ছোঁড়া, কালি ছেটানো নয়। এখন তো জনতার হাতে চড়-থাপ্পরও খেতে হচ্ছে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে। শুক্রবার, দিল্লির দক্ষিণ পুরী এলাকায় রোড শো করার সময় এক ব্যাক্তি কেজরিওলাকে প্রথমে ঘুসি মারে পরে চড়ও মারে। যদিও ওই ব্যক্তির কোনও পরিচয় মেলেনি। আপ কর্মীরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এদিন হুড খোলা জিপে প্রচারে বেরিয়েছিলেন কেজরিওয়াল। ভিড়ের মধ্যে আচমকা এক ব্যক্তি কেজরিওয়ালের উপর হামলা করেন। তাঁর ঘারে প্রথমে আঘাত করেন। তারপর গালে চড় কষিয়ে দেয়। কিছুটা থমমত খেয়ে যান কেজরি। এরপর আপ কর্মী ও সমর্থকরা মিলে ওই ব্যক্তিকে টেনে নামিয়ে আনেন।

কেজরিওয়াল হিংসা না করার জন্য অনুরোধ জানালেও আপ কর্মী-সমর্থকরা সেখানেই ওই ব্যক্তিকে ধরে মারধর শুরু করে দেন। এর পরে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কিজরিওয়ালকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন আপের কর্মী-সমর্থকেরা

এই প্রথমবার অরবিন্দ কেজরিওয়ালের উপর আক্রমণ করা হল এমনটা নয়। এর আগে কালো পতাকা চাক্ষুস করা, বারাণসীতে ডিম-কালিতে স্বাগতম, প্রচারে বেরিয়ে এই সবই অভিজ্ঞতা হয়েছে দিল্লির ৪৯ দিনের মুখ্যমন্ত্রীর।

২৮ মার্চ, হরিয়ানাতে প্রচারে বেরিয়েই জনতার হাতে চড় খেতে হয়েছে কেজরিওয়ালকে। অভিযোগ, আন্না হাজারের সমর্থকই ওই ঘটনা ঘটিয়েছিলেন। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে বলেই মনে করছে আপ নেতৃত্ব।

এই ঘটনার কিছুক্ষণ পরেই কেজরিওয়াল টুইট করে জানান, এইমাত্র কেউ আমার ঘাড়ে জোরে মেরেছে। এই ধরণের হিংসা ওদের কাছ থেকে কাম্য। এটা ওদের সত্য়িকারের চরিত্রটাকে চোখ আঙুল দিয়ে দেখায়।

একই সঙ্গে তিনি টুইট করে এও বলেন, আমাদের সমর্থকরা ওকে প্রতিশোধপরায়ণতাহেতু মারধর করেছে। যা একেবারেই ঠিক নয়। এটা আমাদের থেকে কাম্য নয়।

এই ধরণের হামলা বারবার তাঁর উপর হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন কেজরিওয়াল।

English summary
After Hryana Arvind Kejriwal slapped in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X