দিল্লির ঘটনার পর প্রথমবার মোদীর সঙ্গে আলোচনা, দোষীদের শাস্তি দাবি কেজরিওয়ালের
দিল্লির হিংসা নিয়ে তাঁরা আলোচনা করেছেন। সংসদভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির হিংসার ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫ ছাড়িয়েছে। করোনা ভাইরাস নিয়ে তাঁরা আলোচনা করেছেন বলে জানা গিয়েছে।

দিল্লির ঘটনায় দোষীদের শাস্তির দাবি
কেজরিওয়াল জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন, দিল্লির হিংসার ঘটনায় যেই দোষী হোন না কেন, তাদের কঠিন সাজার দাবি করেছেন তিনি। পাশাপাশি পরবর্তী সময়ে যাতে এই ধরনের হিংসা না হয়, তারজন্যও সবরকমের ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও তিনি জোর দিয়েছেন বলে জানিয়েছেন।

করোনা ভাইরাস নিয়ে আলোচনা
কেজরিওয়াল জানিয়েছেন, করোনা ভাইরাসের মোকাবিলায় তাঁরা একসঙ্গে কাজ করবেন।

অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন কেজরিওয়াল
দিল্লির হিংসা নিয়ে গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন কেজরিওয়াল। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। দিল্লির উন্নয়নে একসঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েচিল বলে জানিয়েছিলেন কেজরিওয়াল।

দিল্লির নির্বাচনে বড় জয় পেয়েছিল আপ
ফেব্রুয়ারিতে হওয়া দিল্লি বিধানসভার নির্বাচনে ৭০ টি আসনের মধ্যে আম আদমি পার্টি ৬২ টি আসনে জয়ী হয়। বিজেপি পায় বাকি ৮ টি আসন। ২০১৫-র নির্বাচনে আপ পেয়েছিল ৬৭ টি আসন। ২০১৫-র ভোটে আপ পেয়েছিল ৫৪.৩৪ শতাংশ ভোট। আর ২০২০-র ভোটে তারা পেয়েছে ৫৩.৫৭ শতাংশ ভোট।
দিল্লির ঘটনার পর প্রথমবার, দিল্লিতে বৈঠকে মোদী কেজরিওয়াল