For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটে জিতলে প্রতি গরুর জন্য দিনে ৪০ টাকা করে দেবেন, গুজরাতে ভোট প্রতিশ্রুতি কেজরওয়ালের

ভোটে জিতলে প্রতি গরুর জন্য দিনে ৪০ টাকা করে দেবেন, গুজরাতে ভোট প্রতিশ্রুতি কেজরওয়ালের

Google Oneindia Bengali News

ভোটে জিতলে গুজরাতের জন্য কি করবে তাঁর দল আগে থেকেই প্রতিশ্রুতি দিলেন আপ সপ্রিমো। রবিবার রাজকোটে বক্তব্য রাখতে গিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরওয়াল বলেছেন, যদি গুজরাতে আপ জিতে ক্ষমতায় আসে তাহলে প্রতিটি গরুর দেখাশোনার জন্য দিনে ৪০ টাকা করে দেবে তার সরকার। গোরক্ষার প্রতিশ্রুতি িদয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও এবিপি সি-ভোটার এবার গুজরাতে বিজেপি ক্ষমতায় আসবে বলে সমীক্ষা রিপোর্ট দিয়েছে। এদিকে কেজরিওয়াল বারবার দাবি করেছেন এবার তাঁদের ভয় পাচ্ছে বিজেপি।

কেজরিওয়ালের ভোট প্রতিশ্রুতি

কেজরিওয়ালের ভোট প্রতিশ্রুতি

দীপাবলি মিটতে না মিটতেই গুজরাতে শুরু হয়ে যাবে বিধানসভা ভোটের প্রস্তুতি। তাই নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিজেপি শিবিরে। প্রধানমন্ত্রী মোদী থেকে অমিত শাহ সকলেই দফায় দফায় সেখানে যাচ্ছেন। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও একাধিকবার গুজরাতে সফর করেছেন। সভা করেছেন সেখানে। রববার গুজরাতের রাজকোটে সভা করেন আপ সুপ্রিমো সেখানে ভোট প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অরবিন্দ কেজরিওয়াল বলেেছন আপ জিতে ক্ষমতায় আসলে রাজ্যের প্রতিটি গরুর দেখাশোনার জন্য দিনে ৪০ টাকা করে দেবেন তাঁরা।

দিল্লিতে দেওয়া হয় টাকা

দিল্লিতে দেওয়া হয় টাকা

আপ সুপ্রিমো এদিন বলেছেন দিল্লিতে আপ সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবািয়ত করেছে। আপ সরকার দিল্লিতে প্রতিদিন প্রতিটি গরুর দেখাশোনার জন্য ২০টাকা করে দেয়। আবার দিল্লি নগর নিগম ২০ টাকা করে দেয়। গোরক্ষায় যে দিল্লি সরকার পদক্ষেপ করছে বলে জানিয়েছেন তিনি। বিজেপিকে নিশানা কেজরিওয়ালের। তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেেছন গুজরাতে কংগ্রেসকে শক্তিশালী করছে বিজেপি। যাতে আপের ভোট দখল করা যায় তার জন্য কংগ্রেসকে শক্তিশালী করার চেষ্টা করছে বিজেপি।

গুজরাতে বিজেপির জয়

গুজরাতে বিজেপির জয়

গতকাল এবিপির সি-ভোটার সমীক্ষা দাবি করেছে গুজরাতে এবারও সরকার গড়বে বিজেপি। ৬৮ শতাংশ ভোট পাবে বিজেপি। অন্যদিকে আপ বিজেপিকে কড়া টক্কর দেবে বলেও সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কংগ্রেসের ভোট এবার অনেকটাই কমবে বলে জানা গিয়েছে। এবিপি সিভোটারের সমীক্ষা বলছে দ্রুত কমবে কংগ্রেসের ভোট। বিজেপির ক্ষমতা ধরে রাখলেও আপ কড়া টক্কর দেবে।

আপের ঘরে সিবিআই হানা

আপের ঘরে সিবিআই হানা

আপের ঘরে একের পর এক সিবিআই হানা দিতে শুরু হয়েছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে পরপর সিবিআই হানাহয়েছে। তাঁর ব্যাঙ্কের লকার পর্যন্ত চেক করেছে তদন্তকারীরা। তার পরেই মণীশ সিসোদিয়া বিস্ফোরক দাবি করেছিলেন। তিনি বলেছিলেন,বিজেপি তাঁকে দল বদলের টোপ দিয়েছিল। তার জন্য ৪০ কোটি টাকা দিতে চেয়েছিল বিজেপি। এমনকী কেজরিওয়াল সরকারকে ভাঙতে পারলে মুখ্যমন্ত্রী করে দেওয়া হবে তাঁকে টোপ দিয়েছিল বিজেপি।

দেশের অর্থনৈতিক বৈষম্য ও বেকারত্বের হার উদ্বেগজনক, মোকাবিলা করার আহ্বান আরএসএসের দেশের অর্থনৈতিক বৈষম্য ও বেকারত্বের হার উদ্বেগজনক, মোকাবিলা করার আহ্বান আরএসএসের

English summary
Arvind Kejriwal vote pomiss for Gujarat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X