For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য মনীশ সিসোদিয়াকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য মনীশ সিসোদিয়াকে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই দিনের গুজরাত সফরে গেলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই কেন্দ্রের বিরুদ্ধে একাধিক তোপ দেগে দিল্লির মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন, মনীশ সিসোদিয়াকে ভারত রত্ন দেওয়া উচিত। শিক্ষাক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মনীশ সিসোদিয়ার সঙ্গে আলোচনা করা উচিত। প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগে সিবিআই শুক্রবার মনীশ সিসোদিয়ার বাড়ি তল্লাশি চালায়।

মনীশ সিসোদিয়াকে ভারতরত্ন দেওয়া উচিৎ

মনীশ সিসোদিয়াকে ভারতরত্ন দেওয়া উচিৎ

গুজরাতে মনীশ সিসোদিয়াকে সঙ্গে নিয়ে জনসভা করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি আপ নেতাদের বাড়িতে সিবিআইয়ের তল্লাশির বিরোধিতা করে বিজেপির নিন্দা করেছেন। তিনি বলেন, 'যে মানুষটা সরকারি স্কুলগুলোতে একটা অলৌকিক উন্নতি ঘটিয়েছেন, শিক্ষাক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছেন, সিবিআই তাঁর বাড়িতে অভিযান চালিয়েছে।' তিনি কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, 'আপনাদের কি লজ্জা নেই? এই ধরনের মানুষকে ভারতরত্ন পুরস্কার দেওয়া উচিত। শিক্ষাক্ষেত্রে তাঁর সঙ্গে পরামর্শ করা উচিত। কিন্তু বিনিময়ে কেন্দ্র যা করছে, তাতে সবাই বিরক্ত। সবাই কেন্দ্রের অভিসন্ধি বুঝতে পারছে।' তিনি বলেন, 'মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হতে পারে। কে জানে হয়তো আমাকেও গ্রেফতার করা হতে পারে। গুজরাত নির্বাচনের জন্য এই ধরনের ঘটনা ঘটছে।'

আম আদমি পার্টির দাবি

আম আদমি পার্টির দাবি

আপ সূত্রের খবর, মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযানকে সামনে রেখেই গুজরাত নির্বাচনে প্রচার করা হবে। এর আগে আপের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছিল, 'মনীশ সিসোদির বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযানে সাধারণ মানুষ আহত হয়েছেন। সাধারণ মানুষ কেন্দ্রে সিদ্ধান্তে বিরক্ত। সাধারণ মানুষের এই অনুভূতি আমাদেরকে অনেক পরিণত করেছে। প্রচার অভিযানের সময় এই ইস্যুটিতেই ব্যবহার করা হবে।'

মনীশ সিসোদিয়ার দাবি

মনীশ সিসোদিয়ার দাবি

মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআইয়ের তল্লাশিতে বিজেপির সঙ্গে আপের বিরোধ ক্রমেই তীব্র হচ্ছে। তারমধ্যেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নিয়ে এলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী। আহমেদাবাদের এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমার কাছে বিজেপির মেসেজ এসেছে। দুভাগে বিজেপির মেসেজ এসেছে। প্রথমে বলা হয়েছে, আমার বিরুদ্ধে সিবিআই ও ইডির সমস্ত তদন্ত বন্ধ করে দেওয়া হবে। দ্বিতীয়ভাগে বলা হয়েছে, আমাকে আপ ছেড়ে বিজেপিতে যোগ দিতে হবে। তারা আমাকে মুখ্যমন্ত্রী করবে বলেও জানিয়েছে। দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রীর কোনও প্রার্থী নেই। কিন্তু আমি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রয়েছি। কারণ আমি সৎ।

‘আমি দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না’

‘আমি দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না’

মনীশ সিসোদিয়া বলেছেন, হিমন্ত বিশ্বশর্মা, জয়ন্ত পাণ্ডা, শুভেন্দু অধিকারি বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদেরকে দেখে যেন আমি বিজেপিকে বিশ্বাস করি। এরপরেই দিল্লির উপমুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সুরে বলেন, আমি কোনও দোষ করিনি। আমি সৎ। তাই আমি কাউকে ভয় পাই না। আমি দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখি না। আমি শুধু বিশ্বের প্রতিটি শিশুর কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখি। প্রতিটি শিশুকে স্কুলে পাঠানোর স্বপ্ন দেখি।

'আমিও গ্রেফতার হতে পারি,’ আহমেদাবাদের প্রচারে কেন্দ্রকে আক্রমণ কেজরিওয়ালের 'আমিও গ্রেফতার হতে পারি,’ আহমেদাবাদের প্রচারে কেন্দ্রকে আক্রমণ কেজরিওয়ালের

English summary
Arvind Kejriwal said in Gujarat that Manish Sisodia deserve Bharat Ratna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X