For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা কার নির্দেশে? বোমা ফাটালেন কেজরিওয়াল

মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা কার নির্দেশে? বোমা ফাটালেন কেজরিওয়াল

Google Oneindia Bengali News

মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই পাঠিয়ে তাঁদের আটকানো যাবে না। তীব্র হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিেযাগ করেছেন সিবিআই এসেছে শীর্ষ নেতার নির্দেশে। অর্থাৎ মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিই হানার নেপথ্যে বড় কোেনা রাজনৈতিক চক্রান্ত রাজ করছে তা তিনি বুঝিয়ে দিয়েছেন।

মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা কার নির্দেশে? বোমা ফাটালেন কেজরিওয়াল

রাজনৈতিক চক্রান্ত করেই মণীশ সিসোদিয়ার বাড়িতে পাঠানো হয়েছে সিবিআই। এমনই দাবি করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর পাল্টা হুঁশিয়ারি তাঁকে এভাবে আটকানো যাবে না। সিবিআই পাঠিয়ে ভয় দেখানো যাবে না। তঁাদের থামানো যাবে। মণীশ সিসোদিয়ার বাড়িতে যে সিবিআই অফিসাররা তল্লাশি চালাচ্ছেন তঁাদের কোনো দোষ নেই। তঁারা শীর্ষ কর্তার িনর্দেশেই তল্লাশি চালাতে এসেছে। তাঁদের সঙ্গে সবরকম সহযোগিতা করা হবে। তাতে দিল্লি সরকারের কোনো কাজ আটকােনা যাবে না।

মণীশ সসোদিয়ার সমর্থনে কেজরিওয়াল বলেছেন। তিনি বলেছেন বিশ্বের সেরা শিক্ষামন্ত্রীর শিরোপা পেয়েছেন মণীশ সিসোদিয়া। এদিকে তঁার বাড়িেত সিবিআই তল্লাশি চালাচ্ছে। যাকে এক কথায় বলা যায়চক্রান্ত করেই সিবিআই হানা চালানো হচ্ছে। গত কয়েক ঘণ্টা ধরে সিবিআই তল্লাশি চলছে মণীশ সিসোদিয়ার বাড়িতে। তঁার বিরুদ্ধে একাধিক মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কোনো কিছুই তারা প্রমাণ করতে পারেনি। মণীশ সিসোদিয়া ছাড়া আম আদমি পার্টির একাধিক নেতার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তঁাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করতে পারেননি তাঁরা।

সীমান্তবর্তী রাজ্যের ডিজিপিদের জনসংখ্যা পরিবর্তনের ওপর নজর রাখতে হবে, সতর্ক করলেন অমিত শাহ সীমান্তবর্তী রাজ্যের ডিজিপিদের জনসংখ্যা পরিবর্তনের ওপর নজর রাখতে হবে, সতর্ক করলেন অমিত শাহ

আপ সরকারের সঙ্গে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের তুমুল বিরোধ রয়েছে। একাধিক ক্ষেত্রে ক্ষমতা নিয়ে দড়ি টনাটানি উভয়ের মধ্যে লেগেই থাকে। সম্প্রতি দিল্লি সরকারের এক্সাইজ নীতি নিয়ে প্রবল বিরোধিতা শুরু করেন তিনি। তারপরেই এই সিবিআই হানা। কয়েক মাস আগে দিল্লি সরকার মদ বিক্রির লাইসেন্স নীতির সরলীকরণ করেছিলেন। ল্যাফটেন্যান্ট গভর্নরের অনুমতি ছাড়াই লাইসেন্স মিলবে বলে নির্দেশিকা জারি করেছিেলন। তাতে ঘুষ নিয়ে লাইসেন্স দেয়া হয়েছে বলে অভিযোগ। তার পরেই সিবিআই হানা শুরু হয় মণীশ সিেসাদিয়ার বাড়ি সহ দিল্লির একুশটি জাায়গায়।

English summary
Arvind Kejriwal sending CBI will not stop us
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X