For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজেকে হিন্দু প্রমাণ করে বিজেপিকে কটাক্ষ করে হনুমান চালিসা পাঠ কেজরিওয়ালের!

Google Oneindia Bengali News

আমি হিন্দু আর তা প্রমাণ করার জন্য বিজেপির অনুমোদনের কোনও প্রয়োজন নেই। সংবাদমাধ্যকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আর এর পরেই নিজেকে বড় হনুমান ভক্ত দাবি করে চালিশা পাঠ করতে শুরু করেন।

কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা

কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা

এর আগে অরবিন্দ কেজরিওয়ালকে জঙ্গি বলে আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা। সোমবার বিজেপির তরফে দ্বিতীয়বার কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দিয়ে বিতর্ক উস্কে দেওয়া হয়। দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, 'কেজরিওয়াল নির্দোষ মুখ বানিয়ে জিজ্ঞাসা করছেন যে তিনি সন্ত্রাসী কিনা! আমি বলতে চাই, আপনি সন্ত্রাসবাদী। এর পক্ষে অনেক প্রমাণ রয়েছে। আপনি নিজেই বলেছিলেন আপনি নৈরাজ্যবাদী। সন্ত্রাসবাদী ও নৈরাজ্যবাদীর মধ্যে খুব একটা পার্থক্য নেই।'

কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ যোগীর

কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ যোগীর

এদিকে কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথও। দিল্লিক বিকাশপুরীতে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে বলেন, 'একজন পাকিস্তানি মন্ত্রী কেন অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বক্তব্য দিচ্ছেন? কারণ তিনি জানেন যে কেবলমাত্র কেজরিওয়ালই শাহিনবাগের প্রতিবাদকারীদের বিরিয়ানি খাওয়াতে পারবেন।'

কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দিয়েছিলেন পরবেশ ভর্মা

কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দিয়েছিলেন পরবেশ ভর্মা

এর আগে কেজরিওয়ালকে জঙ্গি আখ্যা দিয়েছিলেন বিজেপি নেতা পরবেশ ভর্মা। বিজেপি নেতার কথায়, 'দিল্লিতে কেজরিওয়ালের মতো অনেক নাটওয়ারলাল এবং সন্ত্রাসবাদী আছে। আমি বুঝতে পারি না যে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়তে হবে না দিল্লির কেজরিওয়ালদের বিরুদ্ধে লড়তে হবে।'

বিজেপিকে পাল্টা দিতেই এই কাজ

বিজেপিকে পাল্টা দিতেই এই কাজ

বিজেপির ক্রমাগত এই আক্রমণ ও পাকিস্তান যোগের পাল্টা দিতেই প্রায় কেজরিওয়ালের এভাবে জনসমক্ষে হনুমান চালিসা পাঠ করলেন। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কাছে বলেন যে, 'আমি হিন্দু আর তা প্রমাণ করার জন্য বিজেপির অনুমোদনের কোনও প্রয়োজন নেই।' সেই মঞ্চেই হনুমান চালিশা পাঠ করে শোনান অরবিন্দ কেজরিওয়াল।

English summary
arvind kejriwal reads hanuman chalisa to prove that he is hindu and to attack bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X