For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজধানীতে ধর্না প্রত্যাহার কেজরিওয়ালদের, ৯ দিনের মাথায় উঠল অনশন আন্দোলন

দিল্লির লেফটনেন্ট গর্ভনরের অফিসে টানা ৯ দিন ধরে ধর্নার বসেছিলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এদিন শেষমেশ সেই ধর্না তুলে নিতে বাধ্য হলেন আপ প্রধান।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির লেফটনেন্ট গর্ভনরের অফিসে টানা ৯ দিন ধরে ধর্নার বসেছিলেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এদিন শেষমেশ সেই ধর্না তুলে নিতে বাধ্য হলেন আপ প্রধান। দিল্লি হাইকোর্ট এই ধর্না তোলবার নির্দেশ দেওয়ার পরই তড়িঘড়ি তা তুলে নিতে বাধ্য হন কেজরিওয়ালরা।

রাজধানীতে ধর্না প্রত্যাহার কেজরিওয়ালদের, ৯ দিনের মাথায় কেন এমন পদক্ষেপ

দিল্লি হাইকোর্ট জানিয়েছে , কারোর অফিসে বা বাসভবনে এভাবে ধর্না চালানো বেআইনি। সেই প্রেক্ষিতেই হাইকোর্ট তাঁদের ধর্না তুলেনিতে নির্দেশ দেয়। আর সেই মত প্রতিবাদ-অনশনের অবস্থান থেকে সরে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী সহ আপ-রে প্রথম সারির নেতারা। উল্লেখ্য, গত ১৩ জুন থেকে লেফটেন্যান্ট গভর্নরের অফিসের মধ্যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বেশ কয়েকজন মন্ত্রী ধরনায় বসেন। অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ও উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া।

[আরও পড়ুন:রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাড়ছে ডিএ][আরও পড়ুন:রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাড়ছে ডিএ]

দুই মন্ত্রীকেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়। আপের দাবি ছিল, দিল্লি প্রসাসনের আইএএস অফিসাররা যেন প্রতিবাদের রাস্তা ছেড়ে কাজে যোগ দেন। এজন্য খোদ দিল্লির লেফ্টনেন্ট গভর্নর যেন আইএএস অফিসারদের নির্দেশ পাঠান। এই দাব নিয়েই দিল্লির লেফ্টনেন্ট গভর্নরের অফিসে ধর্নায় বসেন অরবিন্দ কেজরিওয়াল সহ প্রথম সারির আপ নেতারা।

English summary
Arvind Kejriwal and other AAP leaders end strike at Delhi L-G’s office.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X