For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রচারের নয়া পন্থা, সুযোগ মিলবে কেজরির সঙ্গে স্পেশ্যাল ডিনারের

প্রচারের নয়া পন্থা, সুযোগ মিলবে কেজরির সঙ্গে স্পেশ্যাল ডিনারের

Google Oneindia Bengali News

অভিনব প্রচারের পথ বেছে নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর লক্ষ্য শুধু এখন দিল্লি নয়। দিল্লির বাইরে অন্যান্য রাজ্যেও আপ সমর্থন তৈরি করা। ইতিমধ্যেই দেখা গিয়েছে আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনের মধ্যে চারটিতেই তাঁর দল লড়ছে। আপ লড়াই করবে পঞ্জাব, উত্তর প্রদেশ, গোয়া ও উত্তরাখণ্ডে। এদিকে রয়েছে করোনার কাঁটা। জনসভায় হয়েছে কাটছাঁট। প্রচারের বড় ভরসা ডিজিটাল মাধ্যম। এই মাধ্যমকে কাজে লাগিয়েই অভিনব প্রচার শুরু করবেন আপ প্রধান কেজরিওয়াল।

প্রচারের নয়া পন্থা, সুযোগ মিলবে কেজরির সঙ্গে স্পেশ্যাল ডিনারের

দিল্লিতে আম আদমি পার্টি কী কী কাজ করেছে তা যদি কেউ তুলে ধরতে পারে তাহলেই মিলবে মুখ্যমন্ত্রীর সঙ্গে নৈশভোজ করার সুযোগ। অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, 'আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই একটি ডিজিটাল প্রচার কর্মসূচি শুরু করা হচ্ছে। দিল্লিতে আপ সরকার আসার পর যা কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে, তা যেন দিল্লিবাসীরা সোশ্যাল মিডিয়ায় নিজের ভাষায় ভিডিয়োর মাধ্যমে তুলে ধরেন। যে ৫০ জন দিল্লিবাসীর ভিডিয়ো সবথেকে বেশি ভাইরাল হবে, তাদের নির্বাচনের পর নৈশভোজে আমন্ত্রণ করা হবে।' এই প্রচার কর্মসূচির নাম 'এক মওকা কেজরীবাল কো'।

অন্য রাজ্যেও যাতে আম আদমি পার্টিকে সুযোগ দেওয়া হয়, এই অনুরোধ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, 'দিল্লি সরকারের ভাল কাজের ভিডিয়ো টুইটার, ফেসবুক ও ইন্সটাগ্রামে আপলোড করুন এবং সাধারণ মানুষদের জানান কীভাবে আপনারা উপকৃত হয়েছেন। যে রাজ্যগুলিতে ভোট হচ্ছে সেখানে যদি আপনাদের পরিচিতরা থাকেন, তাদেরও হোয়াটসঅ্যাপ করে বলুন যে কেজরিওয়ালকে যেন একটা সুযোগ দেওয়া হয়।"কেজরীবাল আরও বলেছেন, 'দিল্লিতে আম আদমি পার্টির সরকার একাধিক উন্নয়নমূলক কাজ করেছে। বিনামূল্যে বিদ্যুৎ ও জলের সুবিধা দেওয়া হয়েছে। দিল্লিতে রাষ্ট্রপুঞ্জের সদস্যরা এসেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী এখানকার স্কুল ঘুরে গিয়েছেন। দিল্লিতে ২৪ ঘণ্টা বিদ্যুৎ থাকে। সব সম্ভব হয়েছে দিল্লির মানুষ আমায় সুযোগ দেওয়ায়।'

ভোটমুখী রাজ্যগুলিতে যাতে আপের সুযোগ হয়, সেই বার্তা প্রচারের জন্য দিল্লিবাসীর উপরেই ভরসা রেখেছেন কেজরিওয়াল। যে ৫০ জন দিল্লিবাসীর ভিডিয়ো সবচেয়ে ভাইরাল হবে, তাদের নির্বাচনের পর তিনি নিজে তাঁর সঙ্গে নৈশভোজের আমন্ত্রণ জানাবেন। দলীয় কর্মীদেরও নির্দেশ দিয়েছেন যে তাঁরা যেন ওই ভিডিয়ো শেয়ার করে ভাইরাল হতে সাহায্য করেন।

English summary
arvind kejriwal new style election campaign for electoral states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X