For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝটাঝট ঘুষখোর ধরবেন অরবিন্দ কেজরিওয়াল, চালু হেল্পলাইন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

অরবিন্দ কেজরিওয়াল
নয়াদিল্লি, ৯ জানুয়ারি: অনিল কাপুর অভিনীত 'নায়ক' সিনেমার কথা মনে আছে? মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসে যিনি শপথ নেবেন দুর্নীতি উৎখাত করার। তার পর হেল্পলাইনে জনগণ ফোন করে অভিযোগ করবে ঘুষখোর অফিসারদের বিরুদ্ধে। সেই ভিত্তিতে ফাঁদ পেতে ঝটাঝট দুর্নীতির গলা টিপে ধরবেন অনিল কাপুর ওরফে মুখ্যমন্ত্রী শিবাজি রাও!

অ্যাকশন। রুপোলি পর্দা ছেড়ে আসুন বাস্তবে। ঠিক এক কায়দায় এবার ঘুষখোরদের টুঁটি চেপে ধরবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ০১১-২৭৩৫৭১৬৯ নম্বরে ফোন করলেই হল! ফাঁদ পাতবেন দুর্নীতি দমন শাখার লোকজন। তার পর ঘুঘুকে ফাঁদ দেখিয়ে ছাড়া হবে!

অরবিন্দ কেজরিওয়ালের ব্যাখ্যা, "ওই নম্বরে কেউ ফোন করে সংশ্লিষ্ট সরকারি অফিসারের বিরুদ্ধে অভিযোগ করার সঙ্গে সঙ্গে আমরা তাকে ধরব, এমন নয়। কারণ অভিযোগ আদালতে টিকবে না প্রমাণ ছাড়া। তাই কেউ হেল্পলাইনে ফোন করলে আমরা বাতলে দেব, কীভাবে ফাঁদ পাততে হবে। সেই মতো তৈরি থাকবেন দুর্নীতি দমন শাখার লোকজন। এতে হাতে প্রমাণও থাকবে, অভিযুক্তকেও ধরা যাবে। সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই নম্বরে ফোন করা যাবে।"

দুর্নীতি দমন শাখার দায়িত্বে থাকা দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার জি সি দ্বিবেদী জানান, কর্পোরেশনের কেরানি থেকে শুরু করে সরকারের উচ্চপদস্থ অফিসার, কাউকে রেয়াত করা হবে না। ঘুষ ছাড়া কেউ যদি হাসপাতালে বেড না পান, বাচ্চাকে স্কুলে ভর্তি করতে না পারেন, তবে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরে ফোন করতে পারেন। অভিযোগকারীর নামধাম গোপন রাখা হবে।

English summary
Arvind Kejriwal launches helpline to nab corrupt officials
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X