For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলকে চরম বার্তা কেজরির, মোদী বিরোধী জোটে ফের লাগতে চলেছে মহাধাক্কা

আসন্ন লোকসভায় বিজেপি বিরোধী জোট চাইছে না কংগ্রেস। চাঞ্চল্যকর অভিযোগ করলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Google Oneindia Bengali News

আসন্ন লোকসভায় বিজেপি বিরোধী জোট চাইছে না কংগ্রেস। চাঞ্চল্যকর অভিযোগ করলেন আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট আলোচনা চালিয়েও রাজি করানো যায়নি। তাই আমরা আলোচনার দরজা বন্ধ করে একা লড়াইয়ের পরিকল্পনা নিয়েছি।

মমতা-মায়ার পর কেজরি!

মমতা-মায়ার পর কেজরি!

এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ছেড়ে একা লড়াইয়ের বার্তা দিয়েছেন। কংগ্রেসও তৃণমূলের সঙ্গে জোটে যেতে স্বচ্ছন্দ নয় বলে জানিয়ে বামসঙ্গ লাভের চেষ্টা করে যাচ্ছে। উত্তরপ্রদেশেও কংগ্রেসকে ব্রাত্য রেখে আসনরফা করে ফেলেছে সপা-বসপা। এবার দিল্লিতেও কংগ্রেসকে একা করে দেওয়ার বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল।

জোটের প্রেক্ষাপট কেজরি-ভাষ্যে

জোটের প্রেক্ষাপট কেজরি-ভাষ্যে

অরবিন্দ কেজরিওয়াল বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করে চলেছে কেন্দ্রের মোদী সরকার। দেশের ঐক্য নষ্ট করে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যেপ্রোণিদতভাবে বিদ্বেষের পরিবেশ তৈরি করছে অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি। তাই বিজেপিকে রুখতে জোট করতে আগ্রহী ছিলাম আমরা। অন্যথায় কংগ্রেসের প্রতি আমাদের এতটুকু ভালোবাসা নেই।

৪৯ দিনের সরকার কংগ্রেসের সমর্থন

৪৯ দিনের সরকার কংগ্রেসের সমর্থন

উল্লেখ্য, কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে সরব হয়েই তাঁর উত্থান। তারপর দিল্লিতে কংগ্রেস সরকারের পতন তাঁর হাতেই। যদিও ২০১৩ সালে প্রথম তিনি মুখ্যমন্ত্রীর তকমায় বসেন সেই কংগ্রেসের সমর্থনেই। ৪৯ দিন ছিল সেই সরকারের আয়ু। লোকপাল বিলে কংগ্রেসের সমর্থন না মেলায় তিনি ইস্তফা দিয়েছিলেন।

কংগ্রেসকে বার্তা দিয়ে একা কেজরি

কংগ্রেসকে বার্তা দিয়ে একা কেজরি

এরপর ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ফের ক্ষমতায় ফেরেন কেজরিওয়াল। কংগ্রেসের ভরাডুবি হয় সেই নির্বাচনে। তারপর ফের লোকসভার আগে উভয় দল একাসনে আসনে চাইছে। কিন্তু বারবারই তাঁদের হাত ধরে চলার পথে কাঁটা বিছিয়ে যাচ্ছে।

English summary
Delhi CM Arvind kejriwal gives final message to Rahul Gandhi on alliance in Lok Sabha. Kejriwal complains congress doesn’t want to build alliance in Delhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X