For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হঠাৎ মুখ্যমন্ত্রিত্ব ছাড়ায় ফের ক্ষমা চাইলেন অরবিন্দ কেজরিওয়াল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কেজরি
নয়াদিল্লি, ২১ মে: বিলম্বে বোধোদয়!

হঠাৎ দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়া ভুল হয়েছিল। এতে দিল্লি তথা দেশের মানুষের কাছে ভুল বার্তা গিয়েছে। বুধবার বিষয়টি স্বীকার করে ফের নিঃশর্ত ক্ষমা চাইলেন অরবিন্দ কেজরিওয়াল। এর আগে লোকসভা ভোটের প্রচারের সময় বারাণসীতে একই ইস্যুতে ক্ষমা চেয়েছিলেন।

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, "মাঝপথে পদ ছাড়ার জন্য আমি দিল্লি এবং দেশের মানুষের কাছে ক্ষমা চাইছি। আমরা বৈঠক করেছি এবং বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। আমরা মানুষের মাঝে যাব এবং আগামীদিনে দিল্লিতে অনেকগুলি জনসভা করব। সেখানে দিল্লির মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব এবং আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিতে অনুরোধ জানাব।" তিনি আরও জানান, এই মুহূর্তে সরকার গড়ার মতো অবস্থায় নেই আম আদমি পার্টি।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চমকপ্রদ ফলাফল করে দিল্লিতে ক্ষমতা দখল করেছিল আম আদমি পার্টি। মুখ্যমন্ত্রী হন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু ১৪ ফেব্রুয়ারি তিনি হঠাৎ পদ ছাড়েন। জনলোকপাল বিল পেশ ও পাশ না হওয়ার কারণে তিনি দোষারোপ করেন কংগ্রেস ও বিজেপি-কে। ৪৯ দিন ক্ষমতায় ছিলেন তিনি।

এই ঘটনায় হু-হু করে নেমে যায় তাঁর জনপ্রিয়তার গ্রাফ। সেটা যে সত্যি, তা মালুম হয়েছে লোকসভা ভোটের ফলে। দিল্লির সাতটি লোকসভা আসনই পেয়েছে বিজেপি।

লোকসভা ভোটের ফলাফলের পর অরবিন্দ কেজরিওয়াল ফের দিল্লির তখতে বসার চেষ্টা করেছিলেন। সমর্থনের ব্যাপারে কংগ্রেসকে বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু আগের অভিজ্ঞতার কথা মাথায় রেখে কংগ্রেস সমর্থন দিতে অস্বীকার করে। গতকাল রাতে তারা এ কথা জানিয়ে দেয় আম আদমি পার্টিকে। তার পরই এদিন কেজরিওয়াল এহেন বিবৃতি দেন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। তবে দিল্লি বিধানসভা ভেঙে দেননি উপ-রাজ্যপাল নাজিব জং। নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষিত না হওয়া পর্যন্ত বিধানসভা জিইয়ে রাখা হবে বলে খবর।

English summary
Arvind Kejriwal apologizes again for quitting midway
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X