For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতের মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত, মোরবি সেতু দুর্ঘটনায় সুর চড়ালেন কেজরিওয়াল

গুজরাতের মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত, মোরবি সেতু দুর্ঘটনায় সুর চড়ালেন কেজরিওয়াল

Google Oneindia Bengali News

গুজরাতে মোরবি ব্রিজ দুর্ঘটনা নিয়ে সুর চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গুজরাতে মোরবি শহরে শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে যাওয়ায় ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি তিনি জানান, গুজরাতে দ্রুত বিধানসভা নির্বাচন হওয়া প্রয়োজন। চলতি বছরের শেষেই গুজরাতের বিধানসভা নির্বাচন। যদিও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত দিন ঘোষণা করেননি।

কী বললেন দিল্লির মুখ্যমন্ত্রী

কী বললেন দিল্লির মুখ্যমন্ত্রী

মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, যে সংস্থা ঘড়ি মেরামত করে, সেই সংস্থাকে এত গুরুত্বপূর্ণ একটি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন দেওয়া হল। এর একাই অর্থ, সংস্থাটির সঙ্গে বিজেপির যোগ ছিল। তিনি বলেন, গুজরাতে ক্ষমতাসীন দলটি সংস্থার থেকে ব্যাপক পরিমাণে অনুদান পেয়েছিল। সেই কারণেই সংস্থাটিকে টেন্ডার দেওয়া হয়েছিল। এই ধরনের অভিযোগের তদন্ত হওয়া উচিত বলেও কেজরিওয়াল মনে করেন।

সেতু দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের মোরবি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোরবি সিভিল হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করবেন। তার আগেই মোরবি সিভিল হাসপাতালকে রঙ করা হয়, পরিষ্কার পরিছন্ন করা হয়।এই চিত্র ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে। এই প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল গুজরাত সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অরবিন্দ কেজরিওয়াল বলেন, গুজরাতের অবস্থা কী তা সকলের সামনে পরিষ্কার। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র কেজরিওয়ালের অবিলম্বে পদত্যাগ করা উচিত। দ্রুত গুজরাতে নির্বাচন হওয়া প্রয়োজন।

আপ ও কংগ্রেসের বিরোধী

আপ ও কংগ্রেসের বিরোধী

প্রধানমন্ত্রীর মোরবি সিভিল হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার কথা রয়েছে। তার আগে হাসপাল রঙ করা ও পরিষ্কার পরিচ্ছন্ন করার ছবি প্রকাশ্যে এসেছে। যার জেরে গুজরাতের বিজেপি সরকারের তুমুল সমালোচনা করেছে কংগ্রেস ও আপ। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই ঘটনা থেকে বোঝা যায় গুজরাতের স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা। অন্যদিকে, আপ কটাক্ষ করে বলে, প্রধানমন্ত্রীর ফটোশুটে যাতে কোনও ভুল না হয়ে যায়, সেই কারণেই হাসপাতালে রঙ করা হচ্ছে।

মোরবি সেতু ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা

মোরবি সেতু ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা

রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ গুজরাতের মোরবি শহরে শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে যায়। ঘটনায় নিচে মাচ্ছু নদীতে পড়ে ১৪৩ জন পর্যটকের মৃত্যু হয়। রাজকোটের বিজেপি সাংসদের ১২ জন আত্মীয় এই ঘটনায় প্রাণ হারান। জাতীয় বিপর্যয় বাহিনী, রাজ্যে বিপর্যয় বাহিনী, সেনা ও নৌবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে। গুজরাত সরকার ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। অন্যদিকে, মোরবি পৌরসভার তরফে জানানো হয়েছে, সেতুটিকে রক্ষণাবেক্ষণের পর ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি। এমনকী সেতুটিকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়নি।

গুজরাতে মোরবি সেতু দুর্ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, বিচার বিভাগীয় তদন্তের আবেদন গুজরাতে মোরবি সেতু দুর্ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, বিচার বিভাগীয় তদন্তের আবেদন

English summary
Arvind Kejriwal alleged Morbi bridge tragedy is result of corruption.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X