For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি আদায়ের বৃদ্ধির হারে এগিয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলি, শীর্ষে অরুণাচলপ্রদেশ

Google Oneindia Bengali News

২০১৯ সালের নভেম্বর মাসের পর ডিসেম্বরেও জিএসটি থেকে রাজস্ব আদায়ের পরিমাণ একলক্ষ কোটি টাকার অঙ্ক ছাড়াল। ২০১৮ সালের ডিসেম্বর মাসে জিএসটি থেকে ৯৭,২৭৬ কোটি টাকা রাজস্ব হিসাবে আদায় হলেও ২০১৯ এর ডিসেম্বরে তা একলক্ষ কোটি টাকার বেশি আদায় হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে। এদিকে জিএসটি হারের বৃদ্ধির নিরিখে শীর্ষ স্থানে রয়েছে উত্তরপূর্বের রাজ্য অরুণাচলপ্রদেশ।

জিএসটি আদায়ে এগিয়ে উত্তর-পূর্ব

জিএসটি আদায়ে এগিয়ে উত্তর-পূর্ব

জিএসটি আদায়ের ক্ষেত্রে ১২৪ শতাংশ হার বৃদ্ধি হয়েছে অরুণাচলপ্রদেশ। এছাড়া উত্তরপূর্বের বাকি রাজ্যগুলিতেও এই বৃদ্ধির হার বেশ ভালো। নাগাল্যান্ডে জিএসটি আদায়ের ক্ষেত্রে ৮৮ শতাংশ হার বেড়েছে। মণিপুরে ৬৪ শতাংশ, মিজোরামে ৬০ শতাংশ, সিক্কিমে ৪৩ শতাংশ, ত্রিপুরা ও মেঘালয়ে যথাক্রমে ২৪ ও ১৪ শতাংশ বৃদ্ধি হয়েছে জিএসটি আদায়ের হার।

জিএসটি আদায়ের খতিয়ান

জিএসটি আদায়ের খতিয়ান

২০১৯ এর নভেম্বরে পণ্য ও পরিষেবা কর থেকে রাজস্ব আদায় হয়েছিল ১,০৩,৪৯২ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী ২০১৯ এর নভেম্বরে জিএসটি থেকে আদায় করা ১,০৩,৪৯২ কোটি টাকার মধ্যে সিজিএসটি বাবদ ১৯,৯৬২ কোটি, এসজিএসটি বাবদ ২৬,৭৯২ কোটি ,আইজিএসটি বাবদ ৪৮,০৯৯ কোটি, এবং সেস বাবদ ৮,৩১১ কোটি টাকা আয় হয়েছিল।

২০১৮-র তুলনায় ২০১৯ এর ডিসেম্বরে জিএসটি আদায়ে বৃদ্ধি

২০১৮-র তুলনায় ২০১৯ এর ডিসেম্বরে জিএসটি আদায়ে বৃদ্ধি

যদিও আইজিএসটির ২৬,৭৯২ কোটি টাকার মধ্যে ২১,২৯৫ কোটি টাকা এসেছে বিদেশ থেকে পণ্য আমদানি করার ওপরে থাকা শুল্ক বাবদ। এছাড়াও দেশীয় লেনদেনের উপর জিএসটি থেকে আয়ের পরিমাণ ২০১৮ এর ডিসেম্বরের তুলনায় ২০১৯ এর ডিসেম্বরে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

English summary
Arunachal records highest GST revenue collection growth in india, other north east states did well
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X