For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাদা হয়ে যাচ্ছে নদী, অরুণাচল প্রদেশের সিয়াং নদীর রংবদলের নেপথ্যে কি চিন?

কাদা হয়ে যাচ্ছে নদী, অরুণাচল প্রদেশের সিয়াং নদীর রংবদলের নেপথ্যে কি চিন?

Google Oneindia Bengali News

কাদার স্রোতে পরিণত হয়েছে অরুণাচল প্রদেশের সিয়াং নদী। চিন হয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে নদীটি। হঠাৎ করে এর রং পরিবর্তন হওয়ায় চিনের কোনও চক্রান্ত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সীমান্তে। সিয়াং জেলার মূল জলের উৎস্য এই নদীটি।

কাদা হয়ে যাচ্ছে নদী, অরুণাচল প্রদেশের সিয়াং নদীর রংবদলের নেপথ্যে কি চিন?

পূর্ব সিয়াং জেলার প্রশাসনিক আধিকারীকরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে সিয়াং নদীর জলে রং পরিবর্তন হতে শুরু করেছে। নদীর জল কাদাগোলা হয়ে গিয়েছে। পাহাড়ি নদীর জল কীভাবে কাদাদলে পরিণত হল তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আধিকারীকরা। তাঁরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। চিন থেকে ভারতে প্রবেশ করেছে নদীটি। টিনে এই নদীটির নাম ইয়ারলাং সাংপো। সেখানে নদীর ধারে মাটি উত্তোলন করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সেই কারণে নদীর জলে কাদা মিশে এই রং পরিবর্তন হয়েছে।

তবে বিষয়টিকে একেবারেই সহজভাবে নিতে চাইছেন না আধিকারীকরা। তার কারণে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক। গালওয়ান সংঘর্ষের পর থেকে ভারতের সঙ্গে চিনের সম্পর্কের অবনতি হয়েছে। কয়েকদিন আগেও অরুণাচল প্রদেশে একাধিক ভারতীয় নাগরিককে অপরহণ করেছিল চিনা ফৌজ। দীর্ঘ আলোচনার পরে তাদের মুক্তি দেওয়া হয়। যদিও চিনের দাবি ছিল তারা শিকার করতে করতে চিনের সীমানার মধ্যে প্রবেশ করেছিল। সেকারণেই তাদের গ্রেফতার করা হয়।

কিন্তু সিয়াং নদীর জলের রং বদল হওয়া এবং তাতে কাদা মিশে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আধিকারীকরা। কারণ এই নদীর জল দিয়ে সেচের কাজ করে থাকেন সিয়াং জেলার চাষিরা। নদীর মাছ ধরে খান বাসিন্দারা। এই কাদার স্রোতের কারণে নদীর মাছ মরতে শুরু করবে। চাষেরও বিপুল ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

গান ব্যবহার নিয়ে স্বস্তি কংগ্রেসের! হাইকোর্টের নির্দেশে ব্লক হচ্ছে না টুইটার অ্যাকাউন্টগান ব্যবহার নিয়ে স্বস্তি কংগ্রেসের! হাইকোর্টের নির্দেশে ব্লক হচ্ছে না টুইটার অ্যাকাউন্ট

English summary
Arunachal Pradesh's Siang river become muddy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X