For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অরুণাচলের ৫ অধিবাসীকে অপহরণ! চিনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কংগ্রেস বিধায়কের

চিনের সেনার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং। এদিন সকালে তিনি অভিযোগ করেছেন অরুণাটল প্রদেশের ৫ অধিবাসীকে অপহরণ করেছে চিনের সেনা।

  • |
Google Oneindia Bengali News

চিনের সেনার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং। এদিন সকালে তিনি অভিযোগ করেছেন অরুণাটল প্রদেশের ৫ অধিবাসীকে অপহরণ করেছে চিনের সেনা।

বিশ্বব্যাপী কবে মিলতে পারে করোনার ভ্যাকসিন, কী বলছেন ডব্লুএইচও-র চিফ সায়েন্টিস্টবিশ্বব্যাপী কবে মিলতে পারে করোনার ভ্যাকসিন, কী বলছেন ডব্লুএইচও-র চিফ সায়েন্টিস্ট

চিনের সেনার বিরুদ্ধে অভিযোগ

চিনের সেনার বিরুদ্ধে অভিযোগ

কংগ্রেস বিধায়ক নিং এরিং টুইট করে অভিযোগ করেছেন রাজ্যের সুবনসিড়ি জেলা থেকে ৫ অধিবাসীকে অপহরণ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। তবে কখন এঁদেরকে অপহরণ করা হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।

উপযুক্ত উত্তর দেওয়ার দাবি

উপযুক্ত উত্তর দেওয়ার দাবি

চিনা সেনাকে উপযুক্ত উত্তর দেওয়ার দাবি তুলেছে কংগ্রেস বিধায়ক। কয়েক মাস আগে রাজ্যে একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, ১৯ মার্চ ২১ বছরের এক যুবককে আপার সিবনসিড়ি জেলার ম্যাকমোহন লাইন থেকে অপহরণ করেছিল চিনের পিপলস লিবারেশন আর্মি।

 লাদাখে ভারতের অতিরিক্ত সেনা মোতায়েন

লাদাখে ভারতের অতিরিক্ত সেনা মোতায়েন

কংগ্রেস বিধায়ক এমন একটা সময়ে অভিযোগ করলেন, যখন পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা চরমে। ভারতীয় এলাকা দখলে চিনের একাধিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। অন্যদিকে ভারতও সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করেছে।

নিচো-চায়না সীমন্ত থেকে অপহৃত হওয়া ৫ জনের নাম উল্লেথ

নিচো-চায়না সীমন্ত থেকে অপহৃত হওয়া ৫ জনের নাম উল্লেথ

নিজের করা টুইটে কংগ্রেস বিধায়ক ৫ জন অপহৃতের নাম উল্লেখ করেছেন। তাঁরা হলেন, টানু বকর, প্রসাত রিংলিং, এগারু ডিরি, ডংটু এবিয়া, টচ সিঙ্গকাম।

English summary
Arunachal Congress MLA claims Chinese Army has abducted 5 Indians
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X