For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর নির্যাতনেই মারা গিয়েছেন জেটলি, সুষমা! স্ট্যালিন পুত্রের দাবি ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে

মোদীর নির্যাতনেই মারা গিয়েছেন জেটলি, সুষমা! স্ট্যালিন পুত্রের দাবি ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে

  • |
Google Oneindia Bengali News

শুক্রবারই তামিলনাড়ুর ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের জামাইয়ের বাড়ি, অফিসে হানা দিয়েছে আয়কর বিভাগ। যা নিয়ে তপ্ত তামিলনাড়ুর রাজ্য-রাজনীতি। এবার তার মাঝেই প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সুষমা স্বরাজ এবং অরুণ জেটলির মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিন। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়ছে বিভিন্ন মহলে। এদিকে উদয়নিধির এই বক্তব্যের পরেই মুখ খুলেছেন সুষমা এবং অরুণের মেয়েরা।

মোদীর নির্যাতনেই মারা গিয়েছেন জেটলি, সুষমা! স্ট্যালিন পুত্রের দাবি ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে

এদিকে দিন যত গড়াচ্ছে ততই তামিল ভূমিতে চড়া হচ্ছে ভোটের উত্তাপ। আগামী ৬ এপ্রিল সেই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন দাবি করেন নরেন্দ্র মোদীই বলপূর্বক অরুণ জেটলি, সুষমা স্বরাজদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়েছেন। তাঁর নির্যাতন ও চাপের কারণেই মারা গিয়েছেন ওই দুই বর্ষীয়ান বিজেপি নেতা। একিইসাথে এই দাবির সাথে সাথেই এদিন বিজেপি-এআইডিএমকে জোটকেও চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন উদয়নিধি।

এদিকে উদয়নিধির এই বক্তব্যের বিরোধিতা করেছেন সুষমা এবং অরুণের দুই কন্যা। প্রচার পাওয়ার উদ্দেশ্যই ভোটের আবহে ফের পুরনো স্মৃতি উষ্কে দেওয়া হচ্ছে বলে দাবি করেন সুষমার মেয়ে বাঁশরী স্বরাজ। এমনকী উল্টে তিনি আবার প্রধানমন্ত্রীর সমর্থেনও মুখ খোলেন। একই সুর শোনা গিয়েছে অরুণ জেটলির মেয়ে সোনালির গলাতেও। প্রসঙ্গত উল্লেক্য, ২০১৯ সালের অগস্টে মারা যান সুষমা স্বরাজ এবং অরুণ জেটলি। দু’জনেই স্বাস্থ্যের কারণে সে বছরের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি বলে দাবি করে বিজেপি।

চলতি বছরেই ওবিসিদের জন্য আলাদা আদমশুমারি? এনসিবিসি-র প্রস্তাবে জোরালো হচ্ছে সেই সম্ভাবনা চলতি বছরেই ওবিসিদের জন্য আলাদা আদমশুমারি? এনসিবিসি-র প্রস্তাবে জোরালো হচ্ছে সেই সম্ভাবনা

English summary
Sushma , Jaitley died in Modi's torture! The uproar surrounding Stalin's son's demands in the political arena
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X