For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার রায়বরেলিতেই কড়া টক্কর! গান্ধী পরিবারকে কড়া চ্যালেঞ্জ মোদীর বিশ্বস্ত মন্ত্রীর

নিজের এমপি ল্যাডের টাকা খরচ করবেন উত্তর প্রদেশের রায়বরেলিতে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।প্রসঙ্গত উত্তর প্রদেশের রায়বরেলি থেকে নির্বাচিত কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী

  • |
Google Oneindia Bengali News

নিজের এমপি ল্যাডের টাকা খরচ করবেন উত্তর প্রদেশের রায়বরেলিতে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রসঙ্গত উত্তর প্রদেশের রায়বরেলি থেকে নির্বাচিত কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। রায়বরেলি গান্ধী পরিবারের গড় বলেই পরিচিত। সেই রায়বরেলিকে কার্যত দত্তক নিলেন অরুণ জেটলি।

রায়বরেলিকে 'দত্তক' নিলেন অরুণ জেটলি

রায়বরেলিকে 'দত্তক' নিলেন অরুণ জেটলি

উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র জানিয়েছেন, প্রায় একমাস আগে জেটলি রায়বরেলিকে বেছে নিয়েছেন এমপি ল্যাডের টাকা খরচ করার জন্য। বর্তমানে রাজ্য সভার সদস্য অরুণ জেটলি। এক বিশেষ পরিবারের হাতে এই কেন্দ্র থাকলেও, এখনও তা অনুন্নত বলেই অভিযোগ বিজেপি মুখপাত্রের। সেই এলাকা থেকে দাবি উঠে আসায় জেটলি রায়বরেলিকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই আড়াই কোটি টাকা রায়বরেলির চিফ ডেভেলপমেন্ট অফিসারের কাছে পৌঁছে গিয়েছে বলেও জানিয়েছেন বিজেপি নেতা।

প্রত্যেক বছর প্রত্যেক সাংসদ এমপি ল্যাড ফান্ডে ৫ কোটি টাকা পেয়ে থাকেন। নিজের পছন্দ মতো কাজের জন্য সেই সাংসদ জেলাশাসককে অনুরোধ জানিয়ে থাকেন। রাজ্যসভায় সাংসদ, সে রাজ্য থেকে নির্বাচিত হয়েছেন, সেই রাজ্যের একাধিক জেলায় উন্নয়নমূলক কাজের জন্য সুপারিশ করে থাকেন।

গান্ধী পরিবারকে টক্কর দিতে হেভিওয়েট

গান্ধী পরিবারকে টক্কর দিতে হেভিওয়েট

এর আগে পঞ্জাব থেকে লোকসভায় দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন জেটলি। এরপর উত্তর প্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে গান্ধী পরিবারকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে চায় বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব। সেই কারণেই জেটলিকে বেছে নেওয়া হয়েছে বলে অনুমান, রাজনৈতিক মহলের। রায়বরেলির পাশের কেন্দ্রই হল আমেথি। যেথানকার সাংসদ হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

সনিয়া গান্ধীই কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী

সনিয়া গান্ধীই কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী

এর আগে প্রিয়ঙ্কা গান্ধী ভদরা জানিয়েছিলেন, সনিয়া গান্ধীই ২০১৯-এর নির্বাচনে রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রায়বরেলির সাংসদ ছিলেন ইন্দিরা গান্ধী

রায়বরেলির সাংসদ ছিলেন ইন্দিরা গান্ধী

রায়বরেলির সাংসদ ছিলেন ইন্দিরা গান্ধী। ১৯৮০ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। আমেথি থেকে রাজীব গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৯৮৪, ১৯৮৯ এবং ১৯৯১ সালে। সঞ্চয় গান্ধী আমেথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৯৮০ সালে।

English summary
Arun Jaitley to spend his MP fund on Sonia Gandhi's Rae Bareli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X