For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূর্বসূরি যশবন্তকে এই ভাষায় কটাক্ষ করলেন বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলি, তরজা ঘিরে জল্পনা

বিজেপি-র দুই নেতার তরজার প্রথম দিকে, দেশের অর্থনীতি নিম্নমুখী বলে দাবি করেন প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা ।

  • |
Google Oneindia Bengali News

দেশের অর্থনৈতিক মন্দা তথা নিম্নগতি নিয়ে বিজেপি নেতা যশবন্ত সিনহা এর মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি-র ঘরোয়া অন্তর্দন্দ্ব কি বার বার প্রকাশ্যে আসছে? প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। বিজেপি-র দুই নেতার তরজার প্রথম দিকে, দেশের অর্থনীতি নিম্নমুখী বলে দাবি করেন প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা । আর পূর্বসূরির এই বক্তব্যকে নস্যাৎ করে তাঁকে বাক্যবাণে বিদ্ধ করলেন উত্তর সূরি অরুণ জেটলি। বর্তমান অর্থমন্ত্রী , প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহাকে 'আশির চাকুরী আবেদনকারী' হিসাবে আখ্য়া দিয়েছেন।

পূর্বসুরি যশবন্তকে এই ভাষায় কটাক্ষ করলেন বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলি, তরজা ঘিরে জল্পনা

এর আগে, দেশের অর্থনীতি নিয়ে বিজেপি তথা মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড়ি করিয়েছিলেন বিজেপি নেতা যশবন্ত সিনহা। পরে বাবার নাম না করে সমালোচনায় নামেন কেন্দ্রীয় মন্ত্রী তথা যশবন্তের ছেলে জয়ন্ত সিনহা। আর জয়ন্তের থেকে একধাপ এগিয়ে কড়া যশবন্তের সমালোচনার কড়া জবাব দেন বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলি।

একটি বই প্রকাশের অনুষ্ঠানে গিয়ে অরুণ জেটলি কটাক্ষের সুরে বলেন, " সম্ভবত (বইটির) একটি সঠিক নাম হওয়া উচিত ভারত @৭০ , মোদী@৩.৫ এবং একট চাকুরী আবেদনপ্রার্থী @৮০"। উল্লেখ্য, যে বইপ্রকাশ অনুষ্ঠানে ডোটলি গিয়েছিলেন, সেই বইটির নাম ছিল " ভারত @৭০ , মোদী@৩.৫ "। এদিন , অর্থমন্ত্রী বলেন ,"আমি এখনও প্রাক্তন অর্থমন্ত্রী হইনি। প্রাক্তন হিসেবে কলাম লেখক হওয়ার মতো স্বাধীনতাও যে আমার নেই, তা স্বীকার করছি।"

তবে জেটলি যাইই বলুন না কেন, অর্থনৈতিক নিম্নগতি নিয়ে একের পর এক সমালোচনাতে আপাতত জেরবার বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলি। একের পর এক রিপোর্ট, তথ্যে উঠে আসছে এর প্রমাণ। যশবন্ত সিনহার বক্তব্যেকে সমর্থন করেছেন আরেক প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। পাশাপাশি, যশবন্ত পুত্র জয়ন্তকে একহাত নিয়ে তিনি প্রশ্ন তোলেন তিনিই যদি ঠিক হন, তা হলে কেন পরপর পাঁচটি ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার নিম্নমুখী? কেন বেসরকারি বিনিয়োগ বাড়ছে না? সব মিলিয়ে , এই মুহুর্তে অর্থনৈতিক নিম্নগতির হারের বিষয়ে রীতিমত ব্যকফুটে বিজেপি।

English summary
The political slugfest over the economic slowdown escalated on Thursday, with finance minister Arun Jaitley hitting back at BJP dissident Yashwant Sinha as a "job applicant at 80".
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X