For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিজ্ঞতায় পরিপূর্ণ আরবিআই-এর নয়া গভর্নর, সঙ্কটের মোকাবিলায় আশাবাদী অর্থমন্ত্রী

আরবিআই-এর নতুন গভর্নর হিসেবে শক্তিকান্ত দাসের নিয়োগ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির প্রতিক্রিয়া।

  • |
Google Oneindia Bengali News

সোমবার (১১ ডিসেম্বর) কেন্দ্রীয় সরকারে পক্ষ থেকে জানানো হয়েছে উর্জিত প্যাটেলের পর আরবিআই-এর ২৫তম গভর্নর হিসাবে দায়িত্ব নেবেন শক্তিকান্ত দাস। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, সারাজীবন অর্থনীতি নিয়েই কাজ করেছেন শক্তিকান্ত। তাই ভারতের সামনে যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলি রয়েছে তা মোকাবিলা করার জন্য তিনিই যোগ্য ব্যক্তি।

অভিজ্ঞতায় পরিপূর্ণ আরবিআই-এর নয়া গভর্নর, আশাবাদী অর্থমন্ত্রী

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাতকারে জেটলি জানান, আরবিআই-এর নয়া গভর্নর তামিলনাড়ুর রাজ্য সরকারের অধীনে বা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের হয়ে ফাইনান্স ম্যানেজমেন্টেরই কাজ করেছেন। রেভেন্যু সেক্রেটারি, ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে কাজ করার পাশাপাশি বাজেট বিভাগের জয়েন্ট সেক্রেটারি হিসেবে বেশ কিছু বাজেট তৈরির অভিজ্ঞতাও রয়েছে তাঁর ঝুলিতে।

এছাড়াও ১৫তম অর্থকমিশনের সদস্য ছিলেন তিনি। এমনকী জি২০-তে ভারতের শেরপা হিসেবেও প্রতিনিধিত্ব করেছেন। অত্যন্ত পেশাদার মানসিকতার মানুষটির বিভিন্ন সরকারে অধীনে কাজ করার অভিজ্ঞতাও আছে। কাজেই আরবিআই-এর গভর্নর হিসেবেও তিনি সফল হবেন বলেই প্রত্যাশা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

English summary
Here is what Finance Minister Arun Jaitley says on the apointment of Shaktikanta Das as the new governor of RBI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X