For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#Demonetisation এর একমাস পূর্ণ : এদিন নতুন ১১ দফা ঘোষণা করল কেন্দ্র

আজ নোট বাতিল সিদ্ধান্তের একংমাস পূর্ণ হয়েছে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন নতুন করে বেশ কিছু ঘোষণা করলেন কেন্দ্রের হয়ে। সাংবাদিক বৈঠক করে মোট ১১ দফা নতুন ঘোষণা করেছেন তিনি।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর : আজ নোট বাতিল সিদ্ধান্তের একংমাস পূর্ণ হয়েছে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন নতুন করে বেশ কিছু ঘোষণা করলেন কেন্দ্রের হয়ে। সাংবাদিক বৈঠক করে মোট ১১ দফা নতুন ঘোষণা করেছেন তিনি।[#Demonetisation এর ১ মাস পূর্ণ : কোন কোন সেক্টরে সর্বাধিক প্রভাব পড়ল!]

বারবারই জেটলি জানিয়েছেন যে সরকারের আসল উদ্দেশ্য নগদের লেনদেন কমিয়ে ধীরে ধীরে ক্যাশলেস অর্থব্যবস্থা গড়ে তোলা। আর তাতে গত একমাসে অনেকটাই সুফল পাওয়া গিয়েছে। তাঁর মতে, এটিএমের সীমা বেঁধে দেওয়ার নগদের চাহিদা গত এক মাসে ৩৬০ কোটি কম হয়েছে। এভাবে থাকলে বছরে ২ লক্ষ কোটি কম লেনদেন হবে।[এবার জনধন অ্যাকাউন্টে বেহিসাবি জমার উপরে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র]

#Demonetisation : এদিন নতুন ১১ দফা ঘোষণা করল কেন্দ্র

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তা জেনে নেওয়া যাক একনজরে

  • যারা ডিজিটাল মোডে পেট্রোল ও ডিজেল কিনবে ০.৭৫ শতাংশ ডিসকাউন্ট মিলবে।
  • এক লক্ষ গ্রামের জনসংখ্যা ১০ হাজার পর্যন্ত। ২ পয়েন্ট সেলস মেশিন (পিওএস) সরকারি তরফে দেওয়া হবে। ফিনান্সিয়াল ইনক্লুশন ফান্ড থেকে তা করা হবে।
  • নাবার্ডের মাধ্যমে গ্রামী ও কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে তার ৪ কোটি ৩২ লক্ষ কৃষক যাদের কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে তাদের রুপি কার্ড দেওয়া হবে। এর ফলে তারা মাইক্রো লেনদেন করতে পারবে।[ #Demonetisation ঘোষণার পর কত জাল নোট ব্যাঙ্কে জমা পড়েছে? জানলে অবাক হবেন]
  • যেখানে সাবার্বান রেল রয়েছে সেইসমস্ত নেটওয়ার্কে মাসিক ও মরশুমি টিকিট কিনবেন তারা ডিজিটাল ভাবে টাকা দিলে ০.৫০ শতাংশ ডিসকাউন্ট মিলবে। ১ জানুয়ারি ২০১৭ থেকে লাগু। মুম্বই সাবার্বান রেল থেকে এর সূচনা।[১৮০০ কোটি পুরনো নোট নিয়ে কী করবে আরবিআই? জানলে অবাক হবেন ]
  • রেলে সফররত ৫৮ শতাংশ মানুষ ডিজিটাল মোডে টিকিট কাটেন। যারা ডিজিটাল মোডে পেমেন্ট করবেন তাদের ১০ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বীমা পাবেন। যারা নগদে কাটবেন তারা এই সুযোগ পাবেন না।
  • রেলের টিকিট বাদে কেটারিং ও রিটায়ারিং রুম সহ বিভিন্ন সুযোগ নেওয়ার জন্য জিডিটাল মোড ব্যবহার করলে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।
  • পাবলিক সেক্টর ইনস্যুরেন্স কোম্পানি থেকে যারা অনলাইনে ইনস্যুরেন্স কিনবেন তাদের ১০ শতাংশ জেনারেল ইনস্যুরেন্স ও ৮ শতাংশ জীবন বিমায় প্রিমিয়ামে ছাড়।
  • যত কেন্দ্রীয় সরকারি দফতর ও পিএসইউ রয়েছে তাতে লেনদেনেও কোনও সার্ভিস চার্জ কাটা হবে না।
  • পিএসইউ ব্যাঙ্কগুলি এটা নিশ্চিত করবে যে ডিজিটাল লেনদেনে চার্জ যেন কোনওভাবেই ১০০ টাকার বেশি না হয়।
  • এছাড়া ২০০০ টাকার কেনাকাটায় সার্ভিস চার্জ নেওয়া হবে না বলেও ইতিমধ্যেই লোকসভায় সংশোধনী আনা হয়েছে।
  • জাতীয় সড়কে টোল প্লাজায় যারা ডিজিটাল পেমেন্ট করবেন সেখানে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
English summary
Arun jaitley's important announcement after one month of demonetisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X