For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুতর অসুস্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি

কিডনির অসুখে বেশ কয়েকদিন ধরেই আক্রান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই অসুস্থতা গুরুতর পর্যায়ে পৌঁছেছে। তাঁকে কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে শোনা যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

কিডনির অসুখে বেশ কয়েকদিন ধরেই আক্রান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই অসুস্থতা গুরুতর পর্যায়ে পৌঁছেছে। তাঁকে কিডনি প্রতিস্থাপন করতে হবে বলে শোনা যাচ্ছে। ৬৫ বছরের এই মন্ত্রীর কিডনির প্রতিস্থাপনের জন্য তাঁকে এইমস-এ ভর্তি করা হতে পারে। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। মন্ত্রকের যাবতীয় কাজকর্ম সেখান থেকেই সামলাচ্ছেন তিনি।

গুরুতর অসুস্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি

অসুস্থতা এতটাই বেড়েছে যে রাজ্যসভায় সাংসদ পদ গ্রহণের জন্যও তিনি আসতে পারেননি। সূত্রের খবর, তাঁকে যদি এইমস-এ ভর্তি না করা হয়, তাহলে তিনি হয়তো বা বিদেশের কোনো হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করতে পারেন। এর আগে , তিনি ৩ বছর আগেই হৃদরোগের জন্য একটি অস্ত্রপোচার করেছেন। বহুদিন ধরেই তিনি ডায়াবেটিসে আক্রান্ত রয়েছেন।

২০১৪ সালে এক বার অস্ত্রোপচার হয়েছিল জেটলির। ওজন কমাতেই এই অস্ত্রোপচার করিয়েছিলেন। ওজন না কমাতে পারায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। বেসরকারি হাসপাতাল ম্যাক্সে প্রথমে অস্ত্রোপচার হলেও পরে একাধিক জটিলতা তৈরি হওয়ায় এইমসে স্থানান্তর করা হয়েছিল। তবে আপাতত তিনি এইমস-এর চিকিৎসকদেরই চিকিৎসার অধিনে রয়েছেন।

English summary
Arun Jaitley reportedly seriously ill, may go for kidney transplant.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X