• search

সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি

 • By Ananya Pratim
Subscribe to Oneindia News
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
  বাজেট
  নয়াদিল্লি, ১০ জুলাই: সংসদে সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এটাই নরেন্দ্র মোদী তথা এনডিএ সরকারের প্রথম বাজেট।


  দুপুর ১-১৫: বাজেট ভাষণ শেষ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
  দুপুর ০১-০৫: দামি হল সিগারেট, গুটখা, পান মশলা, ঠান্ডা পানীয় ইত্যাদি
  দুপুর ১২-৫৫: সস্তা হল কম্পিউটার, ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি ও এলইডি টিভি, প্রসাধনী দ্রব্য, এক হাজার টাকার কম দাম এমন জুতো, স্টিলের বাসনকোসন, হীরের গয়না, ব্র্যান্ডেড জামাকাপড়, খেলার সরঞ্জাম ইত্যাদি
  দুপুর ১২-৪৮: ৮০-সি ধারায় বিনিয়োগের ঊর্ধ্বসীমা বেড়ে হল দেড় লক্ষ টাকা। আগে ছিল এক লক্ষ টাকা। এই বিনিয়োগে আয়কর ছাড় পাওয়া যাবে।
  দুপুর ১২-৪৫: গৃহঋণের সুদে ছাড় (রিবেট) বেড়ে হল দু'লক্ষ টাকা। আগে ছিল দেড় লক্ষ টাকা।
  দুপুর ১২-৪০: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়ে হল আড়াই লক্ষ টাকা। আগে ছিল দু'লক্ষ টাকা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই ছাড় হবে তিন লক্ষ টাকা।
  দুপুর ১২-৩৯: উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের জন্য ২৪ ঘণ্টার টিভি চ্যানেল চালুর প্রস্তাব।
  দুপুর ১২-৩৭: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উন্নয়নে বরাদ্দ দেড়শো কোটি টাকা।
  দুপুর ১২-৩৫: উত্তর-পূর্বাঞ্চলের রেল ব্যবস্থার উন্নয়নে বরাদ্দ এক হাজার কোটি টাকা।
  দুপুর ১২-৩৩: গৃহহারা কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনে বরাদ্দ ৫০০ কোটি টাকা।
  দুপুর ১২-৩২: পিছিয়ে পড়া রাজ্য মণিপুরে তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়।
  দুপুর ১২-৩১: ঐতিহাসিক স্থানগুলির রক্ষণাবেক্ষণে বরাদ্দ ১০০ কোটি টাকা।
  দুপুর ১২-৩০: গঙ্গা নদীর পুনরুজ্জীবনে ২০৩৭ কোটি টাকা বরাদ্দ।
  দুপুর ১২-২৬: রাজ্যগুলির পুলিশবাহিনীর আধুনিকীকরণে তিন হাজার কোটি টাকা বরাদ্দ।
  দুপুর ১২-২৪: পর্যটনের উন্নয়নে সারা দেশে পাঁচটি পর্যটন সার্কিট তৈরি হবে।
  দুপুর ১২-২২: প্রতিরক্ষায় বরাদ্দ বেড়ে হল ২ লক্ষ ২৯ হাজার কোটি টাকা।
  দুপুর ১২-২০: পিপিএফে বিনিয়োগের ঊর্ধ্বসীমা এক লক্ষ টাকা থেকে বেড়ে দেড় লক্ষ টাকা।
  দুপুর ১২-১০: শাড়ি শিল্পকে বাঁচাতে বারাণসী ও কয়েকটি শহরে বৃহৎ বস্ত্রবয়ন কেন্দ্র।
  দুপুর ১২-০৭: জাতীয় সড়কগুলির (ন্যাশনাল হাইওয়ে) উন্নয়নে বরাদ্দ হল ৩৭ হাজার কোটি টাকা।
  দুপুর ১২-০৫: হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত জলপথে যোগাযোগ বাড়াতে 'জলমার্গ বিকাশ প্রকল্প'
  দুপুর ১২-০৪: চাষবাসের উন্নয়নে সারা দেশে ১০০টি ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা কেন্দ্র।
  দুপুর ১২-০২: হস্তশিল্পের উন্নয়নে বরাদ্দ ৫০ কোটি টাকা।
  দুপুর ১২-০০: গ্রামে চাষবাস, জীবনযাত্রায় মানোন্নয়নে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা। এই টাকা ঋণ হিসাবে মিলবে নাবার্ড থেকে।
  সকাল ১১-৫৮: গ্রামের কৃষকদের চাষবাসের খবর দিতে চালু হবে 'কিষাণ টেলিভিশন নেটওয়ার্ক'
  সকাল ১১-৫৭: খাবারের সুষ্ঠু সরবরাহ বাড়িয়ে দাম কমাতে ভারতীয় খাদ্য নিগমের (এফসিআই) পুনর্গঠনের প্রস্তাব।
  সকাল ১১-৫৫: মূল্যবৃদ্ধি ঠেকাতে চালু হবে 'প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড', বরাদ্দ হল ৫০০ কোটি টাকা।
  সকাল ১১-৫২: সব গ্রামে ইন্টারনেট পৌঁছে দিতে চালু 'ন্যাশনাল রুরাল ব্রডব্যান্ড মিশন'।
  সকাল ১১-৫০: ফের বাজেট ভাষণ শুরু করলেন অরুণ জেটলি।
  সকাল ১১-৪৫: বিরোধীদের প্রবল চেঁচামেচিতে মুলতুবি সংসদ, ১১-৫০ থেকে ফের বাজেট পড়বেন অরুণ জেটলি
  সকাল ১১-৪৪: অন্ধ্রপ্রদেশ ও রাজস্থানে নতুন কৃষি বিশ্ববিদ্যালয়।
  সকাল ১১-৪৩: মাদ্রাসাগুলির উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ।
  সকাল ১১-৪২: সর্বশিক্ষা অভিযানে বরাদ্দ বেড়ে ২৮,৬৩৫ কোটি টাকা।
  সকাল ১১-৪১: দেশের বিভিন্ন শহরে বস্তিবাসীদের উন্নয়নে প্রকল্প ঘোষণা।
  সকাল ১১-৪০: সারা দেশে তৈরি হবে আরও পাঁচটি আইআইটি এবং পাঁচটি আইআইএম
  সকাল ১১-৩৭: ১৪৩৮৯ কোটি টাকা বরাদ্দ গ্রামে পাকা সড়ক তৈরির জন্য।
  সকাল ১১-৩৬: ২০১৯ সালের মধ্যে দেশের সব বাড়িতে শৌচালয় তৈরির লক্ষ্য।
  সকাল ১১-৩৫: বাংলা ছাড়াও এইমস হাসপাতাল তৈরি হবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে
  সকাল ১১-৩৪: পশ্চিমবঙ্গে এইমস হাসপাতাল তৈরির জন্য আলাদা বরাদ্দ, সারা দেশে আরও তিনটি এইমস
  সকাল ১১-৩৩: দেশের ছোটো শহরগুলির উন্নয়নে বরাদ্দ ৭০৬০ কোটি টাকা।
  সকাল ১১-৩২: গ্রামে সেচের উন্নয়নে বরাদ্দ এক হাজার কোটি টাকা।
  সকাল ১১-৩০: মেয়েদের সুরক্ষায় বরাদ্দ ১৫০ কোটি টাকা।
  সকাল ১১-২৮: 'বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা'-র আওতায় মেয়েদের কল্যাণে বিশেষ বরাদ্দ।
  সকাল ১১-২৭: বৃদ্ধ, শারীরিক প্রতিবন্ধী ও দৃষ্টিহীনদের কথা ভেবে একগুচ্ছ ছাড় ঘোষণা।
  সকাল ১১-২৬: নগরোন্নয়নে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি।
  সকাল ১১-২৫: আদিবাসীদের উন্নয়নে চালু হচ্ছে 'বনবন্ধু কল্যাণ যোজনা'।
  সকাল ১১-২৩: দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে চালু হবে 'দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা'।
  সকাল ১১-২০: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পুনরুজ্জীবনে দু'ক্ষ কোটি টাকার সংস্থান।
  সকাল ১১-১৮: রান্নার গ্যাস, কেরোসিনে ভর্তুকি ব্যবস্থা বজায় থাকবে।
  সকাল ১১-১৭: বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২৬ শতাংশ থেকে বেড়ে ৪৯ শতাংশ
  সকাল ১১-১৫: বিভিন্ন ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আহ্বান করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে।
  সকাল ১১-১০: সরকারের লক্ষ্য মুদ্রাস্ফীতি, মূ্ল্যবৃদ্ধি ও কোষাগার ঘাটতি কমানো।
  সকাল ১১-০০: বাজেট ভাষণ দেওয়া শুরু করলেন অরুণ জেটলি।

  English summary
  Arun Jaitley presents maiden budget of Modi Government in parliament

  Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য
  সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more