For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমকাম ইস্যুতে কড়া মনোভাব থেকে মোদী কেন সরে আসতে বাধ্য হন! জানুন বিজেপি-র অন্দরমহলের ঘটনা

ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার সাংবিধানিক বৈধতা খোঁজার কাজ শুরু করেছে সুপ্রিম কোর্ট। এই ধারায় সমকামিতা সহ যেকোনও ধরণের অস্বাভাবিক যৌনসঙ্গমকে অপরাধ হিসাবে বর্ণনা করা হয়।

Google Oneindia Bengali News

ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার সাংবিধানিক বৈধতা খোঁজার কাজ শুরু করেছে সুপ্রিম কোর্ট। এই ধারায় সমকামিতা সহ যেকোনও ধরণের অস্বাভাবিক যৌনসঙ্গমকে অপরাধ হিসাবে বর্ণনা করা হয়। এই ধারা নিয়ে আলোচনা যেমন সমাজের বিভিন্ন মহলে রয়েছে, তেমনই আলোচনা চলছে রাজনৈতিক মহলে। সুপ্রিমকোর্ট ইতিমধ্যেই এই ঘটনার শুনানির জন্য ১.৫ ঘণ্টা ধার্য করেছে।

সমকাম ইস্যুতে কড়া মনোভাব থেকে মোদী কেন সরে আসতে বাধ্য হন! জানুন বিজেপি-র অন্দরমহলের ঘটনা

এদিকে, অ্যাডিশনাল সলিসিটার জেনারেল তুষার মেহতার মাধ্যমে কেন্দ্র জানিয়ে দিয়েছে এবিষয়ে কনটেস্টের রাস্তায় তারা হাঁটবে না। এর আগে, ২০১৩ সালে বিজেপি নেতা তথা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন পার্টি কিছুতেই মানবে না যে সমকাম অপরাধ নয়। তবে বর্তমান ভারতের পরিবর্তনশীল মানসিকতা ও বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী ভোটব্যাঙ্ক খানিকটা চাঙ্গা হতেই, বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সমকাম নিয়ে বিজেপির কড়া মনোভাব প্রশমিত হতে থাকে। এবিষয়ে পার্টিকে সতর্ক করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ জেটলি। এক ইংরাজি সংবাদমাধ্যমেক খবর অনুযায়ী, বার বার দলীয় বৈঠকে তিনি ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নং ধারার সমর্থনে কথা বলে, পার্টির কড়া মনোভাবকে প্রশমিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিয়ে তাঁর কড়া অবস্থান থেকে এর জেরে সরে এসেছে।

শুধু পার্টির অন্দরেই নয়, সমকাম বিতর্কে ভারতের অবস্থানের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহলও, এই বিষয়টি তাঁর বিদেশ সফরগুলি থেকে স্পষ্ট বুঝতে পারেন মোদী। ব্রিকস থেকে জি২০ -র সম্মেলনে বিষয়টি স্পষ্ট হয়ে যায় বিজেপি-র দুঁদে নেতা নরেন্দ্র মোদীর কাছে। সবচেয়ে বড় বিষয় লোকসভা নির্বাতনের আগে , এই ইস্যুতে কোনওভাবেই কংগ্রেসের জন্য জমি ছাড়তে দিতে চাননি মোদী। ফলে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নং ধারা নিয়ে আপাতত মধ্যবর্তী পর্যায়ের অবস্থানে রয়েছে বিজেপি সরকার। আগের গোঁড়া অবস্থান থেকে সরে এসে সমকাম ইস্যুতে গেরুয়া শিবির এখন নতুন মানসিকতা নিয়ে এগোচ্ছে। তবে তা ভোটব্য়াঙ্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে সেদিকে নজর রাজনৈতিক মহলের।

[আরও পড়ুন:মাঠের বাইরে বের করার চেষ্টা হচ্ছে! বাবার 'বিচার' চাইলেন বিস্ফোরক শুভ্রাংশু][আরও পড়ুন:মাঠের বাইরে বের করার চেষ্টা হচ্ছে! বাবার 'বিচার' চাইলেন বিস্ফোরক শুভ্রাংশু]

English summary
Arun Jaitley persuaded Narendra Modi to soften his stand on homosexuality in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X