পাকিস্তানে সার্ক বৈঠকে অর্থমন্ত্রী অরুণ জেটলির যোগদান নিয়ে সংশয়
নয়াদিল্লি, ১৭ অগাস্ট: আগামী সপ্তাহে পাকিস্তানে অর্থমন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত হবে অষ্টম সার্ক(SAARC)সম্মেলন। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই সম্মেলনে আদৌ যোগদান করবেন কি না তা এখনও স্পষ্ট নয়। বিগত বেশ কিছুদিন ধরে দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁচেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার সম্ভবনাই বেশি। তার জায়গায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব শক্তিকান্ত দাসের এই সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।[টাকার অনুপাতে কেমন হবে বাড়তি পরিষেবা করের হিসাব? জেনে নিন]
২৫ এবং ২৬ অগাস্ট ইসলামাবাদে অর্থমন্ত্রী অরুণ জেটলির কর্মসূচি নির্ধারিত করা হয়েছিল। কিন্তু কিছুদিন আগেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর পাকিস্তান সফরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনা থেকেই শিক্ষা নিয়ে সতর্ক অবস্থান নিতে চাইছে ভারত সরকার। যদিও পাকিস্তানের অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান এই সার্ক সম্মেলনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। এই সম্মেলন যাতে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হয় তার প্রয়াস করবে। [রাজনাথের কড়া ভাষণের সম্প্রচার বন্ধ করল পাকিস্তান]

উল্লেখ্য পাকিস্তান সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ভাষণ দিয়েছিলেন। তিনি তাঁর ভাষণে বলেছিলেন, "সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয়না। সন্ত্রাসবাদকে যারা সমর্থন করে তাদের এবং সেই দেশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত"। এরপর পি টিভিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ সম্প্রচারও বন্ধ করে দেওয়া এবং অন্যান্য সংবাদমাধ্যমের প্রবেশকে নিয়ন্ত্রণ করে পাক প্রশাসন। এরপর থেকে দুদেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করে।[জিএসটির ফলে কোন জিনিসের দাম বাড়তে বা কমতে পারে তা জেনে নিন]
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বাধীনতা দিবসের ভাষণে সাফ জানিয়ে দেন সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত পাকিস্তানের কাছে কখনই মাথা নত করবে না। আগামী দিনে তাই কাশ্মীর এবং সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া পদক্ষেপ নিতে চাইছে ভারত সে বিষয়টি ক্রমশ স্পষ্ট হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সফর বাতিল করে ভারত সরকার সেই বার্তাই পাকিস্তানকে দিতে পারে। [(ছবি) জিএসটি বিল নিয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন একনজরে]