For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বে ভারতীয় রাজনীতিকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, রাহুলকে বিধে আর কী বললেন অর্থমন্ত্রী

বিশ্বের দরবারে একজন ভারতীয় রাজনীতিকের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছেন, এই অভিযোগে রাহুল গান্ধীর নিন্দা করলেন অরুণ জেটলি।

Google Oneindia Bengali News

রাহুলের জন্য বিশ্বের দরবারে ভারতীয় রাজনীতির মাথা হেঁট হয়ে গিয়েছে। ফেসবুকে অনাস্থা প্রস্তাবের আলোচনায় রাহুলের ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে 'সাজানো' কথোপকথনের প্রসঙ্গ তোলা নিয়ে এভাবেই রাহুলকে বিধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

বিশ্বে ভারতীয় রাজনীতিকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন রাহুল

শারীরিক অসুস্থতার জন্য এখনও মন্ত্রকে আসতে পারছেন না অর্থমন্ত্রী। শুক্রবার আস্থাভোটের দিন সংসদেও আসতে পারেননি। কিন্তু রাজনীতির দিকে নিরন্তর নজর রেখে যাচ্ছেন তিনি। রাহুলের শুক্রবারের ভাষণ নিয়ে শনিবার ফেসবুকে অরুণ জেটলি বলেন, 'প্রেসিডেন্ট ম্যাক্রঁর সঙ্গে সাজানো কথোপকথনের কথা বলে রাহুল নিজের বিশ্বাসযোগ্যতাও হারালেন, এবং একজন ভারতীয় রাজনীতিবিদের ভাবমূর্তির উপর গুরুতর আঘাত হানলেন।'

তিনি আরও বলেন, 'তথ্যকে কখনই লঙ্ঘন করা যায় না।' বক্তৃতার পাশাপাশি রাহুলের আলিঙ্গন ও চোখের ইশারা নিয়েও বিতর্কের ঝড় উঠেছে। অরুন জেটলি একে কটাক্ষ করে শারীরিক কসরত বলে উল্লেখ করেন। বলেন, 'যিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন তাঁর কখনই অবজ্ঞা, মিথ্যা অভিযোগ ও শারীরিক কসরতকে একসঙ্গে মেশানো উচিত নয়।'

তাঁর অভিযোগ রাহুল অনাস্থা প্রস্থাবকে হাল্কাভাবে নিয়েছিলেন। অর্থমন্ত্রী বলেন, এটা কোনও মজার বিষয় নয়। এটা একটা গুরুতর ব্যাপার। এই ধরমের সংসদীয় ঘটনা রাজনীতিকে সম্বৃদ্ধ করে, পথ দেখায়। সেখানে রাহুল ছেলেমানুষী করে গিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

অনাস্থা প্রস্তাবের আলোচনায় রাহুল জানিয়েছিলেন ফরাসী প্রেসিডেন্ট তাঁকে বলেছিলেন রাফালে বিমান নিয়ে কোনও গোপনীয়তা রাখার চুক্তি নেই ভারত ও ফ্রান্সের মধ্যে। সংসদেই প্রমাণ সহকারে সেই অভিযোগ খন্ডন করেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। পরে ফরাসী সরকারে বিবৃতিও আসে রাহুলের অভিযোগের বিপরীতেই।

English summary
Arun Jaitley condemns Rahul Gandhi for hurting seriously the image of an Indian politician before the world trivializing the no-confidence motion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X