For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটই মোদীর সম্মোহনী শক্তি, কিন্তু ‘সেনাপতি’ই তো নেই! তৎপরতা তুঙ্গে বিজেপির

অসুস্থ অর্থমন্ত্রী। চিকিৎসার জন্য তিনি পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু তা হলে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কে! অগত্যা তড়িঘড়ি অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন

  • |
Google Oneindia Bengali News

অসুস্থ অর্থমন্ত্রী। চিকিৎসার জন্য তিনি পাড়ি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু তা হলে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কে! অগত্যা তড়িঘড়ি অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। পরিস্থিতি যা, তাতে অরুণ জেটলিকে মার্কিন মুলুক থেকে উড়িয়ে এনে ২০১৯-এর লোকসভা ভোটের আগে শেষ বাজেট পেশ করা হতে পারে।

কিডনি প্রতিস্থাপনের পর বেশ কিছুদিন ধরেই অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থতা বোধ করছেন। তাঁর অসুস্থতা নিয়ে নানা জল্পনাও চলছে। এই অবস্থায় তাঁকে মার্কিন মুলুকে পাড়ি দিতে হয়েছে, তারপর জল্পনার পারদ চড়েছে আরও। সরকারিভাবে যদিও বলা হচ্ছিল রুটিন চেক আপের জন্যই বিদেশে গিয়েছেন জেটলি।

বাজেটই মোদীর সম্মোহনী শক্তি, কিন্তু ‘সেনাপতি’ই তো নেই

লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। হাতে গোনা কয়েকমাস পরেই সাধারণ নির্বাচন। ফলে এবারের অন্তর্বর্তীকালীন বাজেট বিশেষ গুরুত্বপূর্ণ শাসকদল বিজেপি তথা এনডিএ-র কাছে। কিন্তু তাঁদের বাজেট-সেনাপতিই অসুস্থ হয়ে মার্কিন মুলুকে চিকিৎসাধীন।

লোকসভা নির্বাচনের লক্ষ্যে জনমোহিনী বাজেট করতে তৎপর সরকার তাই অসুস্থতা সত্ত্বেও অর্থমন্ত্রী অরুণ জেটলির শরণাপন্ন হচ্ছেন। কৃষকদের আয়ের রাস্তা খুলতে বেশকিছু ঘোষণা হতে পারে। আয়করে ছাড় মিলতে পারে। মধ্যবিত্তদের জন্য হতে পারে আরও বড় ঘোষণা। তাই ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করে দেশের মানুষের কাছে চমক উপস্থাপন করতে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিল।

অরুণ জেটলিকে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে। একান্তই যদি তা সম্ভব না হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়বেন বাজেট। কিন্তু তার আগে জনমোহিনী বাজেটের লক্ষ্যে যে অর্থমন্ত্রী অরুণ জেটলির সক্রিয়তা আবশ্যক। তা নিয়ই এখন চিন্তায় বিজেপি।

English summary
Arun Jaitley can return from USA for interim budget before Lok Sabha Election. Modi now targets to submit Public interested budget.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X