For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাস্থ্য ও কৃষিতেও জিএসটি-র ধাঁচে নতুন কর ব্যবস্থা চালু হবে! কী ইঙ্গিত জেটলির

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জিএসটি বা পণ্য ও পরিষেবা করের ধাঁচে স্বাস্থ্য ও কৃষি-খামার সেক্টরে কর ব্যবস্থা চালুর দাবিতে সরব হলেন।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জিএসটি বা পণ্য ও পরিষেবা করের ধাঁচে স্বাস্থ্য ও কৃষি-খামার সেক্টরে কর ব্যবস্থা চালুর দাবিতে সরব হলেন। এমন ধরনের ব্যবস্থা চালু হলে রাজ্যগুলিরও তাতে বিশেষ আপত্তি থাকবে না। কারণ রাজ্যই তা বলবত করবে। কেন্দ্রে তাতে দেখাশোনার ভূমিকায় থাকবে।

স্বাস্থ্য ও কৃষিতেও জিএসটি-র ধাঁচে নতুন কর ব্যবস্থা! কী দাবি জেটলির

জেটলি বলেছেন, জিএসটি সফল হয়েছে। স্বাস্থ্য ও কৃষিতে এই ধরনের আলাদা ব্যবস্থা চালু হওয়ার প্রয়োজন রয়েছে। সিআইআই এর স্বাস্থ্য সম্মেলনে এই প্রসঙ্গে আলোকপাত করেছেন তিনি।

কেন্দ্রের নিজস্ব স্বাস্থ্য প্রকল্প রয়েছে। আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। রাজ্যগুলিরও আলাদা যোজনা রয়েছে। সবকটি প্রয়োজন ও উতসকে সংযুক্ত করলে সকলে উপকৃত হবে। রাজ্যের মাধ্যমেই তা করতে হবে।

এক্ষেত্রে কেন্দ্রের প্রকল্পে উপকৃত হচ্ছে নাকি রাজ্যের প্রকল্পে, এই বিষয়গুলিকে না দেখে সার্বিক উন্নয়নের কথা ভাবা উচিত। বরং দেখা উচিত অন্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে ভালো পরিষেবা পাওয়া যাচ্ছে কিনা।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১ জুলাই জিএসটি পরিষেবা শুরু হয়। এবছরের সেপ্টেম্বর মাসে নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন। আগামিদিনে কোটি কোটি মানুষ এর থেকে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

English summary
Arun Jaitley calls for GST-like reform in healthcare, farm sector
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X