For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দম্ভ ও উন্নাসিকতাই কংগ্রেসের পতনের কারণ, আত্মসমালোচনা রাহুল গান্ধীর

ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের দলেরই সমালোচনা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, প্রায় সমস্ত ইস্যুতেই বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধতে ছাড়লেন না তিনি।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের দলেরই সমালোচনা করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। দম্ভ ও উন্নাসিকতাই কংগ্রেসের ক্ষমতা হারানোর মূল কারণ বলে মন্তব্য করেছেন রাহুল। সেইসঙ্গে প্রায় সমস্ত ইস্যুতেই বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধতে ছাড়লেন না তিনি।

দম্ভ ও উন্নাসিকতাই কংগ্রেসের পতনের কারণ, আত্মসমালোচনা রাহুল গান্ধীর

রাহুল বলেন, ২০১২ সাল পর্যন্ত কংগ্রেসের মধ্যে দম্ভ ও উন্নাসিকতা এতটাই বেড়ে যায় যে কংগ্রেসকর্মীরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখাই বন্ধ করে দেয়। সেটাই কংগ্রেসের পতনের মূল কারণ বলে মনে করেন তিনি।

তবে ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেতে রাহুলের বক্তব্যের আগাগোড়াই ছিল প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে। গো-রক্ষার নামে মানুষ খুন নিয়েও বিজেপির বিরুদ্ধে সরব হন তিনি। রাহুল বলেন, হিংসা, উগ্র হিন্দুত্ববাদ ও বিভাজনের রাজনীতি ভারতে আগে কখনও ছিল না।

ইন্ডিয়া অ্যাট ৭০ শীর্ষক এই আলোচনাসভায় রাহুল গান্ধী বলেন, কাশ্মীরে ৯ বছরে ইউপিএ সরকার যে কাজ করেছিল, প্রধানমন্ত্রী মোদী মাত্র ৩০দিনেই তা ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক ফায়দা তুলতে কাশ্মীরকে বিজেপি ব্যবহার করেছে বলেও অভিযোগ করেছেন কংগ্রেসের সহ-সভাপতি। তবে মোদীকে ভাল বক্তা বলেই মন্তব্য করেছেন তিনি। রাহুল বলেন, নরেন্দ্র মোদী তাঁরও প্রধানমন্ত্রী এবং কোনও বার্তা কোথায়. কীভাবে রাখতে হবে, তা তিনি নিশ্চই ভাল বোঝেন। এদিন পরিবারতন্ত্র নিয়েও কথা বলেন রাহুল গান্ধী। অখিলেশ যাদব, এম কে স্তালিনের প্রসঙ্গ তুলে তিনি বলেন বেশিরভাগ দেশেই এভাবেই রাজনীতি চলে।

এদিনের আলোচনাসভায় মোদী সরকারের বিদেশনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাহুল বলেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক ভাল রাখা জরুরি কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য দেশের সঙ্গে কোনও সম্পর্কই রাখা চলবে না। রাশিয়া এখন পাকিস্তানকে অস্ত্র বিক্রি করছে, এটা দুর্ভাগ্যজনক। নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কায় চিনের প্রভাব বাড়ছে, এটা হচ্ছে বিদেশনীতিতে ভারসাম্য না থাকার ফলেই।

যদি দল চায় তাহলে তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে প্রস্তুত বলে এদিন জানিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। এই আলোচনাসভায় রাহুল গান্ধী ছাড়াও বক্তব্য রাখেন কংগ্রেস নেতা শশী থারুর।

English summary
Rahul Gandhi slams his own party at UC, Berkley, he says arrogance crept into congress, Rahul attacks PM Modi too on various issues.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X