ধৃত দুই লস্কর জঙ্গির হাড়হিম করা বয়ান! কাশ্মীর নিয়ে পাকিস্তানের গোপন ছক ফাঁস
দিল্লির বুক থেকে ঘোষিত হয়েছিল জম্মু ও কাশ্মীর থেকে আর্টিক্যাল ৩৭০ তুলে নেওার কথা। আর তার পর থেকে কাশ্মীর ইস্যুতে ব্যাকফুটে থাকা পাকিস্তান বিভিন্নভাবে চেষ্টা করে চলেছে ভারতকে পর্যুদস্ত করতে। বিশ্বের বিভিন্ন প্রান্তে পাকিস্তান এই মর্মে সাহায্য চেয়েও খালি হাতে ফিরে আসে। আর ঠিক এমন পরিস্থিতিতেই ভারতের গুজরাত, তামিলনাড়ু উপকূল দিয়ে জঙ্গি অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে। এদিকে, পাকিস্তানি দুই লস্কর জঙ্গি ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়। আর তাদের কাছ থেকেই উঠে আসে একাধিক তথ্য।

ধৃত জঙ্গি খালিল ও নাজিম কী জানিয়েছে?
পাকিস্তানি জঙ্গি খালিল ও নাজিম ভারতে কাশ্মীরে নাশকতার ছক নিয়ে অনুপ্রবেশ করেছিল। তবে তার আগেই ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে যায় তারা। এক ঝাঁক অনুরপ্রবেশকারী জঙ্গিরা মোট ১০ জনের দল নিয়ে ঢুকেছিল, যার মধ্যে ৭ জন পাকিস্তানি ও ৩ জন আফগানিস্তানের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদের সময় কী জানিয়েছে জঙ্গিরা?
জঙ্গিদের জিজ্ঞাসাবাজের সময় , লস্করের দুই ধৃত জঙ্গি জানিয়েছে কাশ্মীরের বুকে হামলার ফের বড়সড় ছক কষছে লস্কর-ই-তৈবা। আর এই নাশকতা ছড়াতে পাকিস্তানি সেনা তাদের ভারতে অনুপ্রবেশে সহায়তা করেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।

আরও যা জানিয়েছে খালিলরা
ভারতীয় সেনার জিজ্ঞাসাবাদের মুখে পড়ে ধৃত খালিল নাজিম জানিয়েছে, এর আগে তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রশিক্ষণ নিত। সেখানে লস্কর ই তৈবার ক্যাম্পে চলত তাদের প্রশিক্ষণ। আর সেই প্রশিক্ষণ শিবিরে নিজে কে তৈরি করার পরই পাকিস্তানি সেনার মদতে ভারতে নাশকতা ঘটাতে পাঠানো হয় তাদের।