For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশ থেকে ভারতে বিস্ফোরক পাচার! অভিযোগ 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা আজহারের বিরুদ্ধে

বাংলাদেশ থেকে ভারতে বিস্ফোরক পাচার করত সে। অসমের বরপেটা থেকে ধৃত জেএমবির সক্রিয় সদস্য আজহার আলিকে জিজ্ঞাসাবাদে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশ থেকে ভারতে বিস্ফোরক পাচার করত সে। অসমের বরপেটা থেকে ধৃত জেএমবির সক্রিয় সদস্য আজহার আলিকে জিজ্ঞাসাবাদে এমনই তথ্য উঠে এসেছে বলে দাবি। মঙ্গলবার তাকে অসমেপ বরপেটা থেকে গ্রেফতার করা হয়। একাধিক ছদ্ম নামে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত সে। গোয়েন্দাদের দাবি ধৃতের কাছ থেকে পেন ড্রাইভ এবং অসম সীমান্তবর্তী এলাকার কিছু নকসা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ থেকে ভারতে বিস্ফোরক পাচার! অভিযোগ মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা আজহারের বিরুদ্ধে

গোয়েন্দা সূত্রে দাবি, গত প্রায় ৫ বছর ধরে পলাতক ছিল বছর ২৫ -এর আজহার আলির ওরফে আজহারউদ্দন আহমেদ ওরফে আজহারউদ্দিন আলি। দিন কয়েক আগে দিল্লিতে এনআইএ-র তরফে দেশে কাজ করা প্রায় ১২৫ জন জেএমবি জঙ্গির একটি তালিকা বিভিন্ন রাজ্যের এটিএস এবং এসটিএফের হাতে তুলে দেওয়া হয়। সেই তালিকায় মোস্ট ওয়ান্টেডের তালিকায় শীর্ষে ছিল এই আজহার।

বেশ কিছুদিন ধরেই তার গতিবিধির ওপর নজরদারি চালানো হয়। জানা যায় সে বরপেটার তারবাড়িতে আসবে। সেই মতো নজরদারি চলতে থাকে। অসম পুলিশকেও বিষয়টি জানানো হয়। এরপরেই পুলিশের জালে পড়ে যায় আজহার।

গোয়েন্দাদের দাবি শুধু পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণই নয়, অসমের একাধিক নাশকতামূলক কাজে তার যুক্ত থাকার প্রমাণ মিলিছে। তাছাড়াও আলফা, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বরোল্যান্ডের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে।

English summary
Arrested JMB member Azhar Ali from Assam is responsible for carring explosives from Bangladesh to India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X