For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন বিমানবন্দরে ধৃত ভারতীয়কে ছাড়িয়ে আনার উদ্যোগ সুষমার

মার্কিন বিমানবন্দরে ধৃত ভারতীয়কে ছাড়িয়ে আনার উদ্যোগ নিল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি , ৩১ জানুয়ারি: মার্কিন বিমান বন্দরে গ্রেফতার হওয়া ভারতীয় ব্যবসায়ীকে মুক্ত করার বিষয়ে উদ্যোগ নিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এবিষয়ে তিনি মার্কিন দূতাবাসের কাছে থেকে সংশ্লিষ্ট নথি চেয়েছেন।['মহাত্মা গান্ধী ছাপ চটি', ফের বিতর্কে অ্যামাজন]

এপ্রসঙ্গে,সোস্যাল মিডিয়ায় একটি টুইট করে তিনি জানিয়েছেন, " আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছি"। পরমান রাধাকৃষ্ণাণ নামের ওই ধৃত ভারতীয় ব্যয়সায়ীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। ভারত যে তাঁকে ছাড়িয়ে আনতে উদ্যোগ নিচ্ছে, ভারতীয় বিদেশমন্ত্রীর একথা থেকেই তা স্পষ্ট।[ভারতে আসার ভিসা পাচ্ছিলেন না ৫০০ কেজি ওজনের মহিলা, সুষমা স্বরাজের হস্তক্ষেপেই সমস্যার সমাধান]

মার্কিন বিমানবন্দরে ধৃত ভারতীয়কে ছাড়িয়ে আনার উদ্যোগ নিল কেন্দ্র

প্রসঙ্গত এর আগে মার্কিন বিমানবন্দরে ধৃত ভদোদরার এই ব্যবসায়ীর পরিবারের তরফে টুইট করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে জানানো হয়,"পরমান রাধাকৃষ্ণান একজন সৎ মানুষ। শক্তি সংরক্ষণের বিষয়ে তিনি অনুরাগী"। মূলত, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীর কাছে ধৃত ওই ব্যবসায়ীর পরিবারের তরফে বিষয়টিতে হস্তক্ষেপের দাবি করা হয়। অন্যদিকে কংগ্রেসের তরফেও বিষয়টি নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করা হয়।[অ্যাগনেস-সিস্টার-মাদার থেকে 'সন্ত' হলেন টেরেসা, সাক্ষী মুখ্যমন্ত্রী মমতা]

৫৩ বছর বয়সী এই ব্যবসায়ীকে এর আগে, 'সন্ত্রাস' ছড়ানোর অভিযোগে পুলিশি হেফাজতে নেওয়া হয় আমেরিকার নর্থ ডাকোটা বিমানবন্দর থেকে। তাঁকে গ্র্যান্ড ফোর্কস কাউন্টি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরে কর্মীদের সঙ্গে তাঁর বচসার দরুন এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।[এবার মাত্র ৪টি নথিপত্র দিয়েই এক সপ্তাহে পেতে পারেন নতুন পাসপোর্ট!]

English summary
Arrest of Gujarat based businessman at US airport: Sushma Swaraj seeks report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X