For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রকাশিত হল অসমের নাগরিক পঞ্জীর খসড়া তালিকা! নাম নেই ৪০ লক্ষ বাসিন্দার

অসমে প্রকাশিত হল জাতীয় নাগরিক পঞ্জীর খসড়া তালিক। সেই তালিকায় নেই প্রায় ৪০ লক্ষ অসমবাসীর নাম। ১৯৫১ সালের পর থেকে এই প্রথমবার অসমে জাতীয় নাগরিক পঞ্জীর তালিকা আপডেট করা হল।

  • |
Google Oneindia Bengali News

অসমে প্রকাশিত হল জাতীয় নাগরিক পঞ্জীর খসড়া তালিক। সেই তালিকায় নেই প্রায় ৪০ লক্ষ অসমবাসীর নাম। ১৯৫১ সালের পর থেকে এই প্রথমবার অসমে জাতীয় নাগরিক পঞ্জীর তালিকা আপডেট করা হল। প্রতিবেশী বাংলাদেশে থেকে ক্রমাগত অসমে অনুপ্রবেশ চলছে বলে অভিযোগ। যার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

নাম নেই ৪০ লক্ষ বাসিন্দার

নাম নেই ৪০ লক্ষ বাসিন্দার

এই মুহুর্তে অসমের জনসংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ। নাগরিক পঞ্জীর দ্বিতীয় খসড়ায় নাম রয়েছে ২ কোটি ৮৯ লক্ষ মানুষের। অর্থাৎ খসড়া থেকে বাদ পড়েছে প্রায় ৪০ লক্ষ বাসিন্দার। সরকারি তরফে জানানো হয়েছে এটি একটি খসড়া তালিকা। এরপরেই তালিকায় নাম ঢোকানোর জন্য দাবি কিংবা আপত্তি জানানোর সুযোগ থাকছে।

ফের দাবি জানানোর কাজ শুরু ৩০ অগাস্ট থেকে

ফের দাবি জানানোর কাজ শুরু ৩০ অগাস্ট থেকে

যাঁদের নাম এবারের তালিকাতেও ঢোকেনি, তাঁদেরকে ফের নতুন করে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বলে জানানো হয়েছে। এই কাজ ফের শুরু হবে ৩০ অগাস্ট থেকে। কাজ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বাসিন্দাদের প্রমাণ করতে হবে তাঁরা ১৯৭১-এর আগেই অসমের বাসিন্দা।

তবে সমালোচকদের মতে, এই তালিকা প্রকাশের পর বলা যেতে পারে, অসমের মুসলিম বাসিন্দাদের টার্গেট করা হয়েছে।

কড়া নিরাপত্তার ঘেরাটোপে অসম

কড়া নিরাপত্তার ঘেরাটোপে অসম

এদিকে এই নাগরিক পঞ্জীর খসড়া প্রকাশ উপলক্ষে অসমে নামানোা হয়েছে ২০০ কোম্পানি আধা সামরিক বাহিনী। ৭ টি জেলার জারি করা হয়েছে ১৪৪ ধারা।

প্রথম তালিকায় নাম ছিল ১.৯ কোটি বাসিন্দার

প্রথম তালিকায় নাম ছিল ১.৯ কোটি বাসিন্দার

শীর্ষ আদালতের নির্দেশে ডিসেম্বরের শেষের দিকে অসমের জাতীয় নাগরিক নিবন্ধন নিয়ে প্রথম খসড়া প্রকাশ করা হয়েছিল। সেই খসড়ায় রাজ্যের ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ১.৯ কোটির নাম ছিল।

অসম দেশের একমাত্র রাজ্য যেখানে জাতীয় নাগরিক নিবন্ধন প্রক্রিয়া রয়েছে। ১৯৫১ সালে যা প্রথম তৈরি করা হয়েছিল। বছরের পর বছর ধরে অসম অনুপ্রবেশের সমস্যায় জর্জরিত।

English summary
Around 40 Lakh Left Out In Assam Draft List Of NRC In State
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X