For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রোজ নতুন মিথ্যা কথা' তুলে ধরেন রাহুল! আরোগ্য সেতু বিতর্কে পারদ তুঙ্গে চড়ালেন রবিশঙ্কর

  • |
Google Oneindia Bengali News

'আরোগ্য সেতু অ্যাপ' দিয়ে কেন্দ্রীয় সরকার মানুষের ওপর নজরদারি চালাচ্ছে। এমনই বক্তব্য পেশ করে দেশে করোনার আবহে রাজনীতির পারদ চড়িয়ে দেন কংগ্রেস নেতা রাহুব গান্ধী। যারপর বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর থেকে রবিশঙ্কর প্রসাদরা প্রবল ক্ষোভ প্রকাশ করেন।

 প্রকাশ জাভড়েকর যা বলেছেন

প্রকাশ জাভড়েকর যা বলেছেন

প্রকাশ জাভড়েকর কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর টুইটের পরিপ্রেক্ষিতে বলেন, হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, এই অ্যাপ পরবর্তী ১-২ বছর অব্যাহত থাকবে। মহামারীর বিরুদ্ধে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই অ্যাপের ব্যবহার চলতেই থাকবে।

 রবিশঙ্কর প্রসাদের তোপ

রবিশঙ্কর প্রসাদের তোপ

রাহুলের টুইটের পাল্টা টুইটে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, নিত্যদিন নতুন নতুন মিথ্যা কথা তুলে ধরেন রাহুল। এক টুইট বাণে তিনি রাহুল গান্ধীকে হুঁশিয়ারির সুরে জানান, কংগ্রেস নেতা যেন নিজের টুইটগুলিকে আউটসোর্স করা বন্ধ করেন। রবিশঙ্কর প্রসাদ বলেন, '.. আরগ্য সেতু মানুষকে নিরাপদে রাখার জন্য তৈরি হয়েছে। এর বৃহৎ ডেটা সিকিউরিটি প্রক্রিয়া রয়েছে। যাঁরা নিজেরা নজরদারিতে সারাজীবন বিশ্বাস করেন, তাঁরা জানেন না যে প্রযুক্তি কীভাবে ভালো কাজে ব্যবহার করা হয়।'

 আরোগ্য সেতু নিয়ে কেন্দ্রের বার্তা

আরোগ্য সেতু নিয়ে কেন্দ্রের বার্তা

কেন্দ্রের তরফে রবিশঙ্কর প্রসাদ সাফ জানান, আরোগ্য সেতু অ্যাপটি দেশের করোনা যুদ্ধের জন্য তৈরি হয়েছে। করোনা মোকাবিলায় সহায়তার জন্য এই অ্যাপ , অন্য কোনও উদ্দেশ্য এই অ্যাপের নেই।

 রাহুলের বক্তব্য

রাহুলের বক্তব্য

এর আগে, রাহুল গান্ধী টুইটে লেখেন, এই আরোগ্য সেতু অ্যাপে সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। এর ফলে তথ্য ও ব্যক্তিগত পরিসর খর্ব হয়ে যাবে। প্রযুক্তি আমাদের নিরাপদ রাখতে সাহায্য করে। কিন্তু মানুষের অনুমতি ছাড়া তাঁদের উপর নজরদারি চালানো কি যুক্তিসংগত। নাকি কেউ এটা মেনে নেবেন।

English summary
Arogya Setu App controversy, Ravi sankar Prasad attacks Rahul Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X