For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের চ্যানেলের নাম পাল্টে দিলেন অর্ণব গোস্বামী

ভারতের টেলিভিশন সংবাদমাধ্যমের জগতের পরিচিত নাম অর্ণব গোস্বামী নিজের চ্যানেলের নাম পাল্টে রাখলেন 'রিপাবলিক টিভি'। আগে নাম রাখা ছিল শুধু 'রিপাবলিক'।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ ফেব্রুারি : ভারতের টেলিভিশন সংবাদমাধ্যমের জগতের পরিচিত নাম অর্ণব গোস্বামী নিজের চ্যানেলের নাম পাল্টে রাখলেন 'রিপাবলিক টিভি'। আগে নাম রাখা ছিল শুধু 'রিপাবলিক'।[সম্প্রচারের আগের দিনই বিতর্কে অর্ণবের 'রিপাবলিক']

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে চিঠি পাঠিয়ে গত ২৮ ফেব্রুয়ারি অর্ণব গোস্বামী জানিয়েছেন, তাঁর চ্যানেলের নাম বদলে গিয়েছে। রিপাবলিক এর বদলে রিপাবলিক টিভি হয়েছে। টিভির লোগো ও ট্রেড মার্ক কেমন হবে তাও ছবি সহ পাঠানো হয়েছে।[নতুন মিডিয়া নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন অর্ণব গোস্বামী]

নিজের চ্যানেলের নাম পাল্টে দিলেন অর্ণব গোস্বামী

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে অধীনেই স্যাটেলাইট চ্যানেলের সিগন্যাল আপলিঙ্ক ও ডাউনলিঙ্কের ব্যবস্থা থাকে। তার জন্য আগাম অনুমতি নিতে হয়। তার জন্য ফর্ম ১এ ও ১বি ফিল আপ করতে হয়। সেখানেই তিনি জানিয়েছেন, রিপাবলিক ও রিপাবলিক টিভি দুটিই একই উৎস থেকে উদ্ভূত।[(ভিডিও) টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে সঞ্চালককে মধ্যমা প্রদর্শন তৃণমূল মুখপাত্রের]

এর আগে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে চিঠি লিখে অর্ণবের চ্যানেলের নাম নিয়ে অভিযোগ জানান। এই নাম সরাসরি আইনবিরুদ্ধ বলে অভিযোগ করেন তিনি। এরপরই নাম পাল্টাতে বাধ্য হন অর্ণব।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর টাইমস নাও-এর এডিটর-ইন-চিফ পদ থেকে ইস্তফা দেন অর্ণব গোস্বামী। সেইসময়ই জানিয়েছিলেন, নিজস্ব ব্র্যান্ড নিয়ে তিনি হাজির হবেন। তিনি ইস্তফা দেওয়ার পরই টাইমস নাও-এর এডিটর-ইন-চিফ পদে আসেন রাহুল রবিশঙ্কর।

English summary
Arnab Goswami changes his upcoming channel name to Republic TV
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X