For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোবাইলে ব্যবহারে আপত্তি করায় সেনা অফিসারকে গুলি করে হত্যা জওয়ানের

জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে এবার আর জঙ্গিদের গুলিতে নয়, নিজের অধঃস্তন কর্মচারীর গুলিতে মৃত্যু হল এক সেনা মেজরের।

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে এবার আর জঙ্গিদের গুলিতে নয়, নিজের অধঃস্তন কর্মচারীর গুলিতে মৃত্যু হল এক সেনা মেজরের। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে।[আরও পড়ুন:বন্যায় ভাসল এলাকা, তারই মাঝে কর্তব্যে অনড় জওয়ান, ইন্টারনেটে ভাইরাল ছবি]

যে অফিসার মারা গিয়েছেন তিনি ও গুলি চালানো অভিযুক্ত জওয়ান রাষ্ট্রীয় রাইফেলস আর্মারড গোষ্ঠীর সদস্য। গোটা ঘটনাতেই সেনার পরিভাষায় 'ফ্র্যাট্রিসাইড' বলা হয়। অর্থাৎ নিজের সহকর্মী কোনও সেনা বা ঊর্ধ্বতন কাউকে হত্যা করা।[আরও পড়ুন:কাশ্মীরে এবছর কত জঙ্গি নিধন করেছে সেনাবাহিনী জানেন কি]

মোবাইলে ব্যবহারে আপত্তি করায় সেনা অফিসারকে গুলি করে হত্যা জওয়ানের

ঘটনা হল, উত্তেজনাপ্রবণ এলাকায় কর্মরত অবস্থায় মোবাইল ব্যবহার করতে বা কথা বলতে নিষেধ করেছিলেন নিহত মেজর শিখর থাপা। তাতেই ক্ষিপ্ত হয়ে মেজর থাপাকে পরপর পাঁচটি গুলি চালিয়ে মেরে ফেলেছে সেই জওয়ান। যদিও সেনার তরফে জওয়ানের পরিচয় প্রকাশ করা হয়নি।

জওয়ানকে বারণ করার সঙ্গে সঙ্গে তাঁর নামে রিপোর্ট করেন মেজর থাপা। এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার সময়ে তা ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘটনায় রাত ১২টা ১৫ মিনিট নাগাদ মেজরকে গুলি করে মারে ওই জওয়ান। ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ ও সেনা। নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

English summary
Army officer shot dead by jawan in Uri sector in Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X