For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্ক জের, উত্তরপ্রদেশে গৃহবধূকে গুলি সেনা জওয়ানের

করোনা আতঙ্ক জের, উত্তরপ্রদেশে গৃহবধূকে গুলি সেনা জওয়ানের

  • |
Google Oneindia Bengali News

গ্রামে ফিরে প্রশাসনকে জানানো করেও হল না শেষরক্ষা। সেনা জওয়ানের গুলিতে মৃত্যু হল গৃহবধূর। উত্তরপ্রদেশের আলিপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতার নাম সন্ধ্যা যাদব।

করোনা আতঙ্কে গুলি গৃহবধূকে

করোনা আতঙ্কে গুলি গৃহবধূকে

কলকাতা থেকে গ্রামে ফেরার পর নিয়মমাফিক নিজের ও পরিবারের প্রত্যেকের নাম জানিয়ে গ্রাম পঞ্চায়েতকে অবহিত করেন বিনয় যাদব। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, শৈলেন্দ্র নামক ওই সেনা জওয়ান আরও তিনজনকে নিয়ে বলপূর্বক বাড়িতে ঢুকে বিনয়ের উপর চড়াও হয়। বিনয়ের ভাই দীনেশ ও দীনেশের স্ত্রী সন্ধ্যা বাধা দিতে গেলে শৈলেন্দ্রর গুলিতে ৩৬ বছর বয়সী সন্ধ্যার মৃত্যু হয়।

 উক্ত বিষয়ে পুলিশি বক্তব্য

উক্ত বিষয়ে পুলিশি বক্তব্য

পুলিশ সুপারিনটেনডেন্ট অজয় কুমার পান্ডে জানান, অভিযোগের ভিত্তিতে শৈলেন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, গ্রাম পঞ্চায়েতের কাছে দায়িত্ব পেয়ে শৈলেন্দ্র বাইরে থেকে গ্রামে ফেরত অধিবাসীদের তালিকা তৈরি করছিল।

গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের বক্তব্য

গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের বক্তব্য

বাইরে থেকে গ্রামে ফেরত গ্রামবাসীদের নিকট স্বেচ্ছা গৃহবন্দি হওয়ার আর্জি জানানো হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে। তবে শৈলেন্দ্রর কৃতকর্মকে করোনার আতঙ্কে হঠকারিতা বলেই মনে করছেন পঞ্চায়েতের অধিকাংশ আধিকারিক।

English summary
Because of the corona fear, the army jawan shot a housewife in Uttar Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X