For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে ইভটিজিং রুখতে গিয়ে প্রাণ গেল সেনা জওয়ানের

  • |
Google Oneindia Bengali News

মীরঠ, ১৭ অগাস্ট : উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের রাজত্বে নারীদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা। তবে একইসঙ্গে দুষ্কৃতীদের দৌরাত্ম্যও যে ঊর্ধ্বমুখী তার ফের একবার প্রমাণ মিলল।

একটি মেয়েকে ইভটিজারদের হাত থেকে বাঁচাতে গিয়ে খুন হলেন এক সেনা জওয়ান। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরঠের ক্যান্টনমেন্ট এলাকায়।

উত্তরপ্রদেশে ইভটিজিং রুখতে গিয়ে প্রাণ গেল সেনা জওয়ানের


জানা গিয়েছে, গোপাল নগরের বাসিন্দা ৩১ বছর বয়সী বেদমিত্র চৌধুরী সেখানকার হরদেব নগরে একটি ডেয়ারি বুথে দুধ নিতে গিয়েছিলেন। সেখানেই তিনি দেখেন কয়েকজন যুবক একটি মেয়েকে বিরক্ত করছে। ঘটনাটি দেখেই মেয়েটিকে বাঁচাতে ছুটে যান বেদমিত্র।

স্থানীয় সূত্রে খবর, ওই যুবকদের মধ্যে একজনের নাম ছিল আকাশ সাহানি। সে তখন অন্য সঙ্গীদের ডেকে নিয়ে আসে। সবাই মিলে এরপরে বেদমিত্রকে লোহার রড, হকি স্টিক দিয়ে মেরে যখম করে পালিয়ে যায়। সেনা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই সেনা জওয়ান।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে মৃত জওয়ান বেদমিত্রকে শহিদের সম্মান জানানো হয়েছে বলেও জানা গিয়েছে।

English summary
Army jawan beaten to death by eve-teasers, Indian army pays tribute to martyr
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X