For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামায় সেনা-জঙ্গি এনকাউন্টার, সবমিলিয়ে প্রাণ গেল ১০ জনের

পুলওয়ামা জেলার খারপুরা সিনরু এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে শুরু হওয়া এনকাউন্টারে শেষ অবধি প্রাণ গেল মোট দশ জনের।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামা জেলার খারপুরা সিনরু এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে শুরু হওয়া এনকাউন্টারে শেষ অবধি প্রাণ গেল মোট দশ জনের। এর মধ্যে যেমন তিনজন জঙ্গি রয়েছে, তেমনই এক সেনা শহিদ হয়েছেন। পাশাপাশি কাশ্মীরের ছয়জন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে।

পুলওয়ামায় সেনা-জঙ্গি এনকাউন্টার, সবমিলিয়ে প্রাণ গেল ১০ জনের

নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে সেনা ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছলে জঙ্গিরা এক জায়গায় আটকে যায়। সেনা ঘিরে ধরে এনকাউন্টার করে জঙ্গিদের নিকেশ করেছে। সেনা দেখতে পেয়েই জঙ্গিরা পাল্টা গুলি ছুঁড়তে শুরু করে। কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনা ও সিআরপিএফের যৌথ অপারেশনে এই সাফল্য এসেছে বলে জানা গিয়েছে।

পুলওয়ামার ডেপুটি পুলিশ কমিশনার গুলাম মহম্মদ জানিয়েছেন, এদের মধ্যে জাহুর ঠোকর নামে এক জঙ্গি ভারতীয় সেনায় কর্মরত ছিল। তবে গতবছরে সে শিবির থেকে একে৪৭ রাইফেল চুরি করে পালিয়ে যায়।

এদিন সেনার এনকাউন্টারের সময় এলাকায় পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। পুলিশ পাল্টা টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের হটিয়েছে। হামলা ও পাল্টা হামলায় ছয় নাগরিকের মৃত্যু হয়েছে।

English summary
Army jawan, 3 militants and 6 civilians killed in clashes in Kashmir's Pulwama
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X