For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তে ফের নাশকতার চেষ্টা! কাশ্মীরে অনুপ্রবেশ রুখল সেনা, খতম তিন পাক জঙ্গি

সীমান্ত এলাকায় পাকিস্তানের জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। তিন জঙ্গিকে নিকেশও করল।

  • |
Google Oneindia Bengali News

পবিত্র রমজান মাসে সীমান্ত শান্তি বজায় রাখার যে পারস্পরিক সমঝোতা হয়েছিল তা যে শুধুই আইওয়াশ ছিল তা বারবার বুঝিয়ে দিচ্ছে পাকিস্তান। এদিন সীমান্ত এলাকায় পাকিস্তানের জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। তিন জঙ্গিকে নিকেশও করল। এদিন ভোরেই এই ঘটনা ঘটেছে।

সীমান্তে ফের নাশকতার চেষ্টা! কাশ্মীরে অনুপ্রবেশ রুখল সেনা

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, সীমান্ত এলাকা জুড়ে সেনা তল্লাশি অভিযানে নেমেছে। মাচিল সেক্টরে এই ঘটনা ঘটেছে। তিনজন জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।

ভোরে পাকিস্তানের সীমান্তের দিক থেকে সন্দেহজনক উপস্থিতি লক্ষ্য করেন জওয়ানরা। একদল জঙ্গি সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তাদের বাধা দেওয়া হয়। তখন জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে। পাল্টা ভারতীয় সেনা গুলি চালালে তিন জঙ্গি নিহত হয়।

অন্যদিকে বান্দিপোরা এলাকায় একদল জঙ্গি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে। তারপর সেই এলাকাতেও ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। ১৩ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে জঙ্গিরা হামলা চালায়। হাজিন পুলিশ স্টেশনেও হামলা চালানো হয়।

পুলিশ ও সেনা সূত্রে খবর, চার থেকে ছয় জঙ্গি সেনা ক্যাম্পে হামলা চালায়। আট রাউন্ড গুলি চালানোর পাশাপাশি গ্রেনেড হামলাও করা হয়। যার পরে সেই এলাকাতেও ব্যাপক তল্লাশি অভিযান চলছে।

English summary
Army foils infiltration bid in Jammu and Kashmir's Machhil sector, 3 terrorists killed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X