For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘণ্টা, মোমবাতির পর এবার পুস্প বৃষ্টি, স্বাস্থ্যকর্মীদের সম্মানে সেনাবাহিনী টাস্ক রবিবার

ঘণ্টা, মোমবাতির পর এবার পুস্প বৃষ্টি, স্বাস্থ্যকর্মীদের সম্মানে সেনাবাহিনী টাস্ক রবিবার

Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মী, চিকিৎসক এবং নার্সদের সম্মানে এবার পুস্পবৃষ্টি হবে হাসপাতালগুলিতে। সেনাবাহিনীর বোমারুবিমান থেকে হবে এই পুস্পবৃষ্টি এমনই জানিয়েছে চিফ ডিভফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ত।

হাসপাতালে পুস্পবৃষ্টি

হাসপাতালে পুস্পবৃষ্টি

এতোদি প্রধানমন্ত্রী উদ্যোগী হয়েছিলেন স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সম্মান জানাতে। গোটা দেশকে উজ্জীবিত করেছিলেন তিনি। এবার উদ্যোগী হচ্ছে সেনা বাহিনী। রবিবার ৩ মে সকালে দেশের সব হাসপাতালের উপর পুস্পবৃষ্টি হবে। আর সেই কাজ করবে ভারতীয় সেনা। সন্ধে ৬টায় সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেছেন চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ত। তিনি বলেছেন, ভারতীয় সেনা করোনা মোকাবিলায় দেশবসীর ধৈর্য এবং করোনা যোদ্ধাদের কুর্নিস জানাতে চায়। সেকারণে রবিবার কাশ্মীর থেকে কন্যাকুমারী, অসম থেকে গুজরাটে কচ্ছ, সর্বত্র সেনাবাহিনীর যুদ্ধ বিমান থেকে হাসপাতালে গুলির উপর পুস্পবৃষ্টি হবে। বায়ুসেনার বিভিন্ন এয়ারবেস থেকে উড়বে এদিন যুদ্ধ বিমান।

নৌবাহিনীর উদ্যোগ

নৌবাহিনীর উদ্যোগ

শুধু সেনা বা বায়ু সেনা নয় নৌসেনাও এদিন সম্মান জানাবে করোনা যোদ্ধাদের। সেকারণে আলোকিত করা হবে সব নৌসেনা বন্দর। এমনকী উপকূলে থাকা জাহাজ গুলিকেও আলোকিত করা হবে তাঁদের সম্মানে। হেলিকপ্টারে সব জেলার হাসপাতালে করা হবে পুস্পবৃষ্টি। বাহিনীর তিন বিভাগ এক যোগে এই সম্মান জানাবে।

ঘণ্টা আর মোমবাতিতে সম্মান

ঘণ্টা আর মোমবাতিতে সম্মান

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ঘণ্টা এবং থালা বাজিয়ে দেশবাসী সম্মান জানিয়েছিল করোনা যুদ্ধে সামিল যোদ্ধাদের। দ্বিতীয় বার মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে সম্মানিত করা হয়েছিল তাঁদের। গোটা দেশ সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রীর এই অনুরোধে।

মুকুলকে কি নিয়ে জল্পনা! বিজেপির নয়া রাজ্য কমিটি গঠনের আগে তুঙ্গে উঠেছে চর্চামুকুলকে কি নিয়ে জল্পনা! বিজেপির নয়া রাজ্য কমিটি গঠনের আগে তুঙ্গে উঠেছে চর্চা

English summary
Army conduct flypast for the heath staff and doctors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X