For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চিনের আগ্রাসন অন্যদিকে নেপালের আস্ফালন, সেনাবাহিনীকে কী বার্তা দিলেন সেনা প্রধান নারাভানে

লাদাখে চিনের আগ্রাসন অন্যদিকে নেপালের আস্ফালন, সেনাবাহিনীকে কী বার্তা দিলেন সেনা প্রধান নারাভানে

Google Oneindia Bengali News

দেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। শনিবার সেনাবাহিনীকে এমনই বার্তা দিলেন সেনা প্রধান জেনারেল নারাভানে। দেশের এই কঠিন পরিস্থিতিতে সেনা জাওয়ানরাই ভরসা বলে জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল নারাভানে বলেন, নিজেদের প্রস্তুত রাখতে আরও বেশি করে প্রশিক্ষণ এবং কঠোর অনুশাসনের মধ্যে রাখতে হবে নিজেেদর।

সেনাবাহিনীকে বার্তা

সেনাবাহিনীকে বার্তা

দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাই সকলকে সমানভাবে প্রস্তুত হয়ে থাকতে হবে। শনিবার সেনাবাহিনীকে বার্তা দিলেন সেনা প্রধান এমএম নারাভানে। তিনি বলেছেন আরও বেশি করে প্রশিক্ষণ এবং অনুশাসনের মধ্যে দিয়ে নিজেেদর প্রস্তুত রাখতে হবে। কারণ দেশের সম্মান এবং নিরাপত্তা সুনিশ্চিত করার গুরু দায়িত্ব রয়েছে সেনাবাহিনীর উপর।

সেনা প্রধানের বার্তায় কিসের ইঙ্গিত

সেনা প্রধানের বার্তায় কিসের ইঙ্গিত

করোনা আবহের মধ্যেই দেশের দুই সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবেশী দুই রাষ্ট্র হঠাৎ করেই সীমান্তে আগ্রাসন শুরু করেছে। লাদাখ সীমান্তে চিন সেনা তৎপরতা শুরু করেছে। অন্যদিকে নেপাল কালাপানি লিপুলেখা নিজেদের দাবি করে ভারতের বিরুদ্ধে আস্ফালন শুরু করেছে। তার উপর পাকিস্তান তো রয়েইছে। এই তিন প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে রীতিমত উদ্বেগে রয়েছে ভারত।

সেনা তৎপরতা সীমান্তে

সেনা তৎপরতা সীমান্তে

লাদাখ নিয়ে মেজ পর্যায়ের বৈঠকের পরেও চিনের সেনা তৎপরতায় সিঁদুরে মেঘ দেখছে ভারত। তাই চুপ করে বসে থাকতে রাজি নয় ভারতও। উত্তরের সীমান্ত গুলিতে সেনা মোতায়েন করেছে ভারতও। অরুণাচল, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচলক প্রদেশে বাড়ানো হয়েছে সেনা। বাড়তি বাহিনী পাঠানো হয়েছে সেখানে।

প্রস্তুত থাকার নির্দেশ

প্রস্তুত থাকার নির্দেশ

দেশের এই কঠিন পরিস্থিতিতে সেনাবাহিনীকেই গুরুদায়িত্ব পালন করতে হবে বলে বার্তা দিয়েছেন সেনা প্রভান এমএম নারাভানে। তিনি বলেছেন দেশবাসীর ভরসা বাজায় রাখতে হবে। আর এই গুরুদািয়ত্ব তুলে নিতে হবে সেনাবাহিনীর যুব শক্তিকে। আজ যারা প্রশিক্ষণ নিচ্ছেন কাল তারা দক্ষ অফিসার হয়ে উঠবেন। কাজেই প্রশিক্ষণের দিকে কড়া নজর রাখতে হবে। এই দক্ষতাই সেনাবাহিনীর হাতিয়ার দেশকে সুরক্ষিত রাখার। এমনই বার্তা গিয়েছেন সেনাপ্রধান।

১৩ ও ১৪ জুন তিন রাজ্যে ভারী বৃষ্টি! লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের১৩ ও ১৪ জুন তিন রাজ্যে ভারী বৃষ্টি! লাল সতর্কতা জারি আবহাওয়া দফতরের

English summary
Army Chief Naravane says India going through a difficult Situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X