For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনা থেকে সামরিক অস্ত্র বৃদ্ধি! ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে 'বিশেষ বার্তা' সেনাপ্রধানের

সেনা থেকে সামরিক অস্ত্র বৃদ্ধি! ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে 'বিশেষ বার্তা' সেনাপ্রধানের

  • |
Google Oneindia Bengali News

সীমান্ত জুড়ে টেনশন। দীর্ঘদিন ধরে পূর্ব লাদাখে উত্তেজনা তৈরি রয়েছে। যত সময় এগোচ্ছে পরিস্থিতি তত জটিল হচ্ছে। সীমান্তে জুড়ে লাগাতার নির্মান কাজ চালাচ্ছে বেজিং। শুধু তাই নয়, চলছে সেনা সমাবেশও। পালটা সেনা বাড়াচ্ছে ভারতও। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করেই চলছে সেনা টহলদারি। এই অবস্থায় আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় সেনা প্রধান এমএম নারাভানে (Army Chief MM Naravane)। সীমান্তের পরিস্থিতি কি তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। বলেন, কিছুটা হলেও চিন পিছু হটলেও পরিস্থিতি কোনও অংশেই ভালো কিছু হয়নি। তাঁর এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

চিন সেনার সঙ্গে আলোচনা চলছে

চিন সেনার সঙ্গে আলোচনা চলছে

জেনারেল এমএম নারাভানে (General MM Naravane) আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন। আর সেখানে তিনি বলেন, গত বছর জানুয়ারি থেকে দেশের northern এবং western সীমান্তে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে। কিন্তু অন্যপ্রান্তে সেনাকে যে কোনও পরিস্থিতির তৈরি রাখা হয়েছে বলে দাবি সেনাপ্রধানের। তবে চিন সেনাবাহিনীর সঙ্গে প্রতি মুহূর্তে আলোচনা চলছে। ভারত এবং চিন দুপক্ষের সহমতিতে সেনা সরানোর প্রক্রিয়াও চলছে বলে দাবি নারাভানের।

চিন সেনা পিছনে সরলেও বিপদ রয়েছেই!

চিন সেনা পিছনে সরলেও বিপদ রয়েছেই!

জেনারেল এমএম নারাভানে (General MM Naravane) এদিন সাংবাদিক বৈঠকে একাধিক বিষয়কে তুলে ধরেন। বলেন, কোর কমান্ডার স্তরে ১৪ বার আলোচনা হয়েছে। আগামদিনে আমরা নিশ্চিয় এর প্রভাব দেখতে পাব। এদিন এমনটাই আশা প্রকাশ করেন সেনাপ্রধান। তবে কিছু ক্ষেত্রে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে ঠিকই তবে বিপদ কোনও অংশে কমেনি বলে দাবি নারাভানের। উনি বলেন, western ফ্রন্টে বিভিন্ন লঞ্চ প্যাডে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। জঙ্গিরা জোড়ো হয়েছে। শুধু তাই নয়, বারবার সীমান্ত পেরিয়ে তাঁরা ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে বলেও চাঞ্চল্যকর দাবি সেনাপ্রধানের। নাম না করে পাকিস্তানকেও এদিন একহাত নেন তিনি।

যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি সেনা

যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি সেনা

ভারতের উত্তর সীমার নিরাপত্তার বিষয়টিও এদিন উঠে সেনাপ্রধানের কথায়। তিনি বলেন, জরুরি পরিস্থিতি ঠেকানোর জন্যে চূড়ান্ত সাবধানতা নেওয়া হয়েছে। পূর্ব লাদাখ সহ নর্দান ফ্রন্টে সেনা মোতায়েন, পরিকাঠামো, অস্ত্র সহ একাধিক বিষয়ে ক্ষমতা বাড়ানো হয়েছে বলে জানান নারভানে। গত কয়েক বছরে এই ফ্রন্টে ভারতীয় সেনা বিভিন্ন ভাবে বাড়ানো হয়েছে বলে জানান তিনি। তাঁর মতে, যে কোনও অবস্থার জন্যে তৈরি ভারতীয় সেনার জওয়ানরা।

আজ ফের বৈঠক হয় সীমান্তে

আজ ফের বৈঠক হয় সীমান্তে

ফের মুখোমুখি ভারত এবং চিনের সেনা প্রতিনিধিরা। কর্পস কমান্ডার পর্যায়ের বৈঠকে বসে আজ বুধবার এই দুই দেশ। এই নিয়ে ১৪ তম বৈঠক হচ্ছে সীমান্তে। ২০২২ সালে এটাই প্রথম ভারত-চিন বৈঠক। এর আগে ১৩ বার বৈঠক হয়েছে। কিন্তু তাতে মেলেনি তেমন সমাধানসূত্র। বারবারই ব্যর্থ হয়েছে বৈঠক। দুই দেশই নিজেদের অবস্থানে অনড় থেকেছে। এই অবস্থায় ফের একবার বৈঠক হয়। যেখানে সেনা সরানোর বিষয়টি গুরুত্ব পায়।

English summary
Army chief Naravane says, China PLA will be dealt with resolute manner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X