For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সীমান্ত পার করতে হলে করে ছাড়ব', পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের

কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে একাধিক তোপ দেগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রশ্ন করেন, ' কাশ্মীর থেকে কারফিউ তুলে নেওয়ার পর কী করবে মোদী সরকার? ' তাঁর দাবি, কারফিউ উঠে গেলে যদি কাশ্মীরে

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে একাধিক তোপ দেগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রশ্ন করেন, 'জম্মু-কাশ্মীর থেকে কারফিউ তুলে নেওয়ার পর কী করবে মোদী সরকার? ' তাঁর দাবি, কারফিউ উঠে গেলে যদি ভূস্বর্গ কাশ্মীরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রেই বা ভারত সরকার কোন পদক্ষেপ নেবে? পাশাপাশি, রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়েও বারবার প্রচ্ছন্নভাবে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে গিয়েছেন ইমরান। আর তারই জবাবে ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত জানিয়েছেন ,ভারত আর লুকোচুরি খেলায় বিশ্বাসী নয়, এবার বড় কিছু হবে।

বিপিন রাওয়াতের হুঙ্কার

বিপিন রাওয়াতের হুঙ্কার

সেনা প্রধান বিপিন রাওয়াত এক সাক্ষাৎকারে দাবি করেন, ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক আর ২০১৯ সালের বালাকোট হামলার পর ভারত স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে আর কোনও মতেই লুকোচুরি খেলায় রাজি নয় এদেশ।

সীমান্ত পার করার বার্তা

সীমান্ত পার করার বার্তা

ওই সাক্ষাৎকারে বিপিন রাওয়াত জানান, সন্ত্রাস দমনে ভারতীয় সেনা ব্রতী। ফলে যদি প্রয়োজন পড়ে তাহলে আন্তর্জাতিক সীমান্ত পার করে ভারতী সেনা সন্ত্রাস দমন করবে। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘে যা বলেছেন, তা পরমাণু যুদ্ধের হুঙ্কারের সামিল।

ইমরানকে একহাত বিপিনের

ইমরানকে একহাত বিপিনের

এদিন , ইমরান খানকে একহাত নিয়ে এদিন বিপিন রাওয়াত বলেন, পরমাণু অস্ত্র নিয়মমাফিক যুদ্ধে ব্যবহার করা হয় না। পাশাপাশি তিনি দাবি করেন, ইমরান সরকার যদি পরমাণু যুদ্ধ করতেও চান, তাহলে কি আন্তর্জাতিক সম্প্রদায় পাক প্রধানমন্ত্রীকে ছেড়ে কথা বলবে? গোটা দেশ এমন হামলার জন্য দায়ী থেকে যাবে।

[ জাতীয় রাজনীতিতে গুরুত্ব ফিরে পাওয়ার চেষ্টা! ২ কৌশল নিয়ে ময়দানে মায়াবতী][ জাতীয় রাজনীতিতে গুরুত্ব ফিরে পাওয়ার চেষ্টা! ২ কৌশল নিয়ে ময়দানে মায়াবতী]

[নির্বাচন কমিশনের নির্দেশে অ্যাডভান্টেজ! মুখ্যমন্ত্রীর রেহাইয়ে বিজেপির হাত দেখছেন বিরোধীরা ][নির্বাচন কমিশনের নির্দেশে অ্যাডভান্টেজ! মুখ্যমন্ত্রীর রেহাইয়ে বিজেপির হাত দেখছেন বিরোধীরা ]

English summary
Army Chief General Bipin Rawat warns Pakistan ,says If we have to go across LoC, we will.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X