For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখতে কাশ্মীরে হাজির সেনাপ্রধান দলবীর সিং সুহাগ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ১ অক্টোবর : সফল সার্জিক্যাল অ্যাটাকের পরে ভারতে সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। উত্তেজনাপ্রবন এলাকাগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সেনাবাহিনীর প্রধান লেফট্যনেন্ট জেনারেল দলবীর সিং সুহাগ জম্মু ও কাশ্মীর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখতে সেখানে ইতিমধ্যেই হাজির হয়েছেন।

পাক অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সফল অভিযানের পরে ভারতের উপরেও পাল্টা আঘাত করতে পারে পাকিস্তান এমনটা মনে করেছেন সেনাবহিনীর কর্তারা। তাই সীমান্তের সুরক্ষার উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এই উদ্দেশ্যেই কাশ্মীরে পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরোতে হাজির হয়েছেন খোদ সেনাবাহিনী প্রধান।

সীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখতে কাশ্মীরে হাজির সেনাপ্রধান দলবীর সিং

সীমান্তের বিভিন্ন প্রান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা কর্তাদের সঙ্গে জরুরী বৈঠক করে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ হয়েছে কিনা খতিয়ে দেখবেন বলে সেনাপ্রধান। সেনাবাহিনী সূত্রে এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য শনিবার সকালেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে অখনুর সীমান্তে মর্টার এবং গুলি চালিয়ে হামলা করে পাক সেনারা।

এর পাল্টা জবাব দেয় ভারতীয় সৈন্যরাও। শনিবারের মর্টার হামলার পরে আখনুর এলাকার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। কাশ্মীর সীমান্ত ছাড়াও পাঞ্জাব, রাজস্থান, এবং গুজরাত সীমান্তেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই সব সীমান্ত এলাকায় টহলদারিও বাড়াোনো হয়েছে যাতে জঙ্গি অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছেন সেনা জওয়ানরা।

English summary
Army Chief Dalbir Singh to visit J&K to review security situation along LoC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X